শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে

মানিক মুনতাসির

অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে

আবুল মাল আবদুল মুহিত

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেট বাস্তবায়ন সব সময়ই কঠিন এবং চ্যালেঞ্জের। এবারের বাজেটে দারিদ্র্যবিমোচন, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য অনেকগুলো ভালো উদ্যোগের কথা রয়েছে। সেগুলো বাস্তবায়ন করতে পারলে বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থানেও ব্যাপক পরিবর্তন আসবে। সেই সঙ্গে চলমান উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার আগে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক এই অর্থমন্ত্রী। তিনি বলেন, আমাদের জনসংখ্যা বেশি আর প্রয়োজনের তুলনায় করপ্রদাতার সংখ্যা অনেক কম। ফলে রাজস্ব খাত সব সময়ই চ্যালেঞ্জ নিয়ে বাজেটের অর্থায়নে মূল ভূমিকা রাখে। এ ছাড়া আমাদের সীমিত সম্পদের কারণে বাজেটের আকার প্রয়োজন অনুযায়ী বাড়ানো সম্ভব হয় না। জনসংখ্যার তুলনায় বাজেটের আকার আরও বড় হওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তা বাস্তবায়ন করা। ১ লাখ ৪৫ হাজার কোটি টাকার বিশাল  ঘাটতির বিষয়ে তিনি বলেন, আমাদের বাজেটে ঘাটতি থাকবেই। সেটা কোনো সমস্যা না। কিন্তু অর্থায়ন সময় মতো করা আর উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করাটাই বড় কথা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গুণগত মান নিশ্চিত করা জরুরি। তার মতে, নানা জটিলতার কারণে সম্প্রতি বাজেট বাস্তবায়নের হার  কমেছে।  আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ২০০৯-১০ অর্থবছরে বাজেট বাস্তবায়ন হয়েছিল ৯২ শতাংশ। আর সবশেষ ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বাস্তবায়ন হয়েছে ৭৮ শতাংশ। কারণ হিসেবে তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা, অদক্ষতা আর অর্থছাড় সংক্রান্ত জটিলতা। এ জন্য চলতি অর্থবছর থেকে বাজেটের অর্থ ছাড় প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে প্রকল্প পরিচালকরা সারা বছরজুড়ে প্রত্যেক প্রান্তিকে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় করতে পারবেন। এর জন্য আলাদাভাবে কারও অনুমতির প্রয়োজন হবে না। সেজন্য অর্থবিভাগ থেকে সার্কুলার জারি করা হয়েছে। ফলে চলতি বছর শেষে বাজেট বাস্তবায়নের হারের চিত্র পাল্টে যাবে এবং সামনের বছরগুলোতেও সে ধারা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর