শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

নিজেকে নির্দোষ দাবি নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারীর

প্রতিদিন ডেস্ক

নিজেকে নির্দোষ দাবি নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারীর

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বন্দুক হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন হ্যারিসন টারান্টের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে ৫১ ব্যক্তিকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের একটি অভিযোগ রয়েছে। নিউজিল্যান্ডের ইতিহাসে দায়ের করা প্রথম সন্ত্রাসবাদের অভিযোগ এটি। অকল্যান্ডের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে আটক ২৮ বছর বয়সী খুনি টারান্ট ভিডিও লিংকের মাধ্যমে ক্রাইস্টচার্চের হাই কোর্টে অনুষ্ঠিত শুনানিতে অংশ নেন। এ সময় এই খুনি হাসছিলেন। ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে হামলায় ৫১ জন প্রাণ হারান শুনানির সময় আহত কয়েক ব্যক্তি ও নিহতদের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। তারা টারান্টের হাসি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। মসজিদে হামলায় আহত হয়েছিলেন মুস্তফা বোজতাস সন্দেহভাজন হামলাকারীর হাসি তাকেও রাগান্বিত করেছে।

 এএফপিকে তিনি বলেন, ‘এটা একটা বিষয় প্রমাণ করে যে, সে একটা পশু?’ শুনানিতে টারান্টের আইনজীবী শেন টেইট জানান, টারান্ট নিজেকে নির্দোষ দাবি করেছেন। এরপর আদালতের বিচারক ক্যামেরন ম্যান্ডার এ মামলার পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী বছরের ৪ মে। এর মধ্যে ১৬ আগস্ট মামলার একটি পর্যালোচনামূলক শুনানি অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত টারান্ট রিমান্ডে থাকবেন। বিচারক ম্যান্ডার টারান্টকে মানসিকভাবে সুস্থ ঘোষণা করে বলেন, আসামির আবেদন করা নিয়ে, কাউন্সেলকে নির্দেশনা দেওয়া নিয়ে ও নিজের বিচারকার্যে অংশগ্রহণ নিয়ে কোনো সমস্যা নেই। এ বিষয়ে তার উপযুক্ততা প্রমাণ করতে কোনো আলাদা শুনানির প্রয়োজন নেই। উল্লেখ্য, গত এপ্রিলে অনুষ্ঠিত এই মামলার সর্বশেষ শুনানিতে টারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন বিচারক। এ ছাড়া, গ্রেফতারের পরপরই জনসম্মুখে তার মুখের ছবি প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে গত সপ্তাহে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

সর্বশেষ খবর