শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

যোগ্য প্রতিষ্ঠান এ অর্থবছরই এমপিওভুক্তি

চাঁদপুর প্রতিনিধি

যোগ্য প্রতিষ্ঠান এ অর্থবছরই এমপিওভুক্তি

শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে এবার গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে চাহিদা অনুযায়ী বরাদ্দও পাওয়া গেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যে তালিকা করেছি এর মধ্যে যত প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী যোগ্য হয়েছে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। দেশের বাছাইকৃত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এই অর্থবছরেই এমপিওভুক্ত করা হবে। তিনি আরও বলেন, আমরা শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছি। সেই কাজটি যেন আরও দ্রুততার সঙ্গে ভালোভাবে করতে পারি সে চেষ্টা চলছে। এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর