রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

বাজেট ইতিবাচক দেখছেন জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

বাজেট ইতিবাচক দেখছেন জি এম কাদের

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে। তবে সংশোধনীতে হতদরিদ্র, তরুণ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ যেন কাটছাঁট না হয়। তিনি বলেন, শেয়ারবাজারে শৃঙ্খলা আনতে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। বাজেটে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবায় বরাদ্দ বৃদ্ধি এবং কৃষিতে প্রণোদনা ও ভর্তুকি আরও বাড়াতে হবে। গতকাল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর দলের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, কেন্দ্রীয় নেতা সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন প্রমুখ। জি এম কাদের বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সেবায় বরাদ্দ বৃদ্ধি, কৃষিতে প্রণোদনা এবং ভর্তুকি আরও বাড়াতে হবে। কল্যাণমূলক খাতগুলো যাতে বরাদ্দ ছাঁটাইয়ের আওতায় না পড়ে সেদিকে লক্ষ্য লাখতে হবে। রাজস্ব ও উন্নয়ন উভয় বাজেটের বরাদ্দকৃত অর্থের পুনর্বণ্টনে এ বিষয়টি প্রযোজ্য। জি এম কাদের আরও বলেন, বাজেটে আয়কর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, যে পদ্ধতির মাধ্যমে করা হবে বলা হয়েছে তা বর্তমান আয়কর বিভাগের অপর্যাপ্ত অবকাঠামো ও লোকবলের কারণে প্রায় অসম্ভব।

সর্বশেষ খবর