রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

কর্মসংস্থান নেই বলে বিদেশ পাড়ি

নিজস্ব প্রতিবেদক

কর্মসংস্থান নেই বলে বিদেশ পাড়ি

আফ্রিকা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের ভিড়ে অনেক বাংলাদেশির উপস্থিতিকে দেশে কর্মসংস্থানের অভাবের নজির হিসেবে দেখালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশে কর্মসংস্থান না থাকার কারণেই বেকাররা বিদেশে পাড়ি দিচ্ছে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব মজিবুর রহমান পরিচালনা করেন। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক, এনপিপির অহিদুর রহমান, তাঁতী দলের বাহাউদ্দিন বাহার, কাজী মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, গোলাম মঞ্জুর বক্তব্য দেন। আমীর খসরু বলেন, দেশের এই অবস্থা বদলাতে ‘মুক্তির সংগ্রাম’ শুরু করা ছাড়া আর কোনো পথ নেই। এজন্য খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে নামার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশের সব জায়গায় অস্থিরতা বিরাজ করছে। বাজেট নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এই বাজেট থেকে জনগণ কিছু পাবে না। একই গোষ্ঠী ব্যবসা-বাণিজ্য করছে, একই গোষ্ঠী দেশ পরিচালনা করছে। অতীতে একই গোষ্ঠী সবকিছুর দায়িত্বে ছিল না।’

সর্বশেষ খবর