শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০১৯ ০০:০০ টা

মাশরাফিরা এখন ‘কর্নার টাইগার্স’!

কয়েক দিন আগে আইসিসির এক কলামে দুবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড বলেছিলেন, এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার বেইজ পয়েন্ট হচ্ছে ১১! বাংলাদেশ তো ৬ ম্যাচ থেকে ৫ পয়েন্ট পেয়ে এখন পঞ্চম স্থানে। সামনে তাদের আরও তিনটি ম্যাচ আছে। তিন জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে ১১! তাহলে কি সামনের তিন ম্যাচে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে হারালেই সেমিফাইনালের টিকিট পেয়ে যাচ্ছেন মাশরাফিরা? বাস্তবতা হচ্ছে সামনের তিন ম্যাচে জয় পেলেই শেষ চারে উঠবেই এমন নিশ্চয়তাও নেই। কেন না সেমিতে খেলবে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল! তাই সামনের প্রতিটি ম্যাচ জয়ের পাশাপাশি অন্যদের খেলার দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগারদের। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ৪ জয় ও পরিত্যক্ত হওয়া এক ম্যাচ থেকে মোট ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮। মাত্র ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত। তাই কাগজে-কলমে বাংলাদেশের সেমির স্বপ্ন শেষ হয়ে যায়নি। ক্রিকেট টুর্নামেন্ট এক মহানাটকের মঞ্চ! ১৯৯২-এর বিশ্বকাপের কথা চিন্তা করুন! ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে পাকিস্তানের বিদায়ঘণ্টা প্রায় বেজেই গিয়েছিল। কিন্তু শেষের তিন ম্যাচে তারা অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও মার্টিন ক্রোর ভয়ঙ্কর নিউজিল্যান্ডকে হারায়। তবে ভাগ্য দারুণ সহায়তা করেছিল পাকিস্তানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যাওয়ার পরও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়ে যায়। এই ১ পয়েন্টের কারণেই সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান! তারপর ইমরান খানের দল সেবার চ্যাম্পিয়নই হয়ে যায়। ৯২-এ প্রথম ৫ ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পাওয়ার পর পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশে অধিনায়ক ইমরান খান বলেছিলেন, তাদের এক দল কর্নার টাইগার্স’! অর্থাৎ কোণঠাসা বাঘ! আর কোণঠাসা বাঘের ধর্মই হচ্ছে, প্রবল পরাক্রমে আক্রমণ করা! ইমরানের ওই কথায় ভীষণ কাজ হয়েছিল। পরের দুই ম্যাচে ওই পাকিস্তানই কিনা স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায়! এ টুর্নামেন্টে বাংলাদেশও তো এখন ‘কর্নার টাইগার্স’! তাদের শেষ তিন ম্যাচে জিততে হবেই, সেই সঙ্গে অপেক্ষা করতে হবে অন্যদের হার দেখার জন্য! কিন্তু মাশরাফি কি পারবেন ইমরান খানের মতো নতুন কোনো মন্ত্রবলে সতীর্থদের উজ্জীবিত করতে?

সর্বশেষ খবর