শনিবার, ২২ জুন, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্রের সব প্রতিষ্ঠানেই নগ্ন হস্তক্ষেপ চলছে

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রের সব প্রতিষ্ঠানেই নগ্ন হস্তক্ষেপ চলছে

আইনসভা-বিচার বিভাগসহ রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সরকার ‘নগ্ন’ হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিচার বিভাগ একমাত্র নয় যে, বর্তমান সরকার নগ্ন হস্তক্ষেপ করছে। গণমাধ্যমের ওপরেও নগ্ন হস্তক্ষেপ হচ্ছে। সংসদেও নগ্ন হস্তক্ষেপ। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানেই সরকার নগ্ন হস্তক্ষেপ করছে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘বিচার বিভাগে রাষ্ট্রীয় নগ্ন হস্তক্ষেপ বন্ধ এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, শাহজাহান সম্রাট প্রমুখ বক্তব্য দেন। বিএনপি নেতা আমীর খসরু বলেন, ‘স্পিকারের যে একটা নিরপেক্ষ ভূমিকা আছে সেটাও ক্ষমতাসীনরা ভুলে যাচ্ছেন এখন। উনিও প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, উনি সংসদ সদস্যের জন্য অপেক্ষা করতে পারছেন না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছেন। আজকে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ সংসদ বলেন, নির্বাহী বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন প্রত্যেক জায়গার করুন অবস্থা। কোনো অঙ্গ বাকি নেই যেখানে হস্তক্ষেপ হচ্ছে না।’ সুশীল সমাজের ওপরও হস্তক্ষেপ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘সুশীল সমাজও আজকে কথা বলতে ভয় পাচ্ছে। কথা বললেই তো জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতনের শিকার হচ্ছে, গুম হয়ে যাচ্ছে। সাংবাদিক ভাইয়েরা কথা বলে গুম হয়ে যাচ্ছেন, তাদের চাকরি চলে যাচ্ছে, তাদের বিভিন্নভাবে নিপীড়ন করা হচ্ছে।

সর্বশেষ খবর