রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

টাইগারদের আফগান পরীক্ষা

‘দ্য রোজ বোল’, ‘দ্য এইজেজ বোল’ নাকি ‘হ্যাম্পশায়ার বোল’! সাউদাম্পটনের স্টেডিয়ামের নাম নিয়ে অনেক বিভ্রান্তি আছে। যখন যে স্পন্সর আসে তাদের নাম বসিয়ে দেওয়া হয় সামনে। আর স্পন্সর না থাকলে স্টেডিয়ামের  মূল নামের সামনে বসে যায় কাউন্টির নাম। তবে নাম বিভ্রাট থাকলেও এটি যে যুক্তরাজ্যের আকর্ষণীয় স্টেডিয়ামগুলোর মধ্যে একটি তা নিয়ে দ্বিমত থাকতে পারে না! এক পাশে সাউদাম্পটন সিটি গলফ কোর্স, আরেক পাশে ছোট্ট টিলা! দেখে মনে হতে পারে, পাহাড় কেটে বানানো হয়েছে মাঠ! মজার বিষয় হচ্ছে, এই স্টেডিয়ামের উত্তর পাশের গ্যালারিতেই পাঁচ তারকা হোটেল! নাম হোটেল হিল্টন। এ হোটেলেই আফগানিস্তান ক্রিকেট দলের আবাস। বাংলাদেশ দল উঠেছে সাউদাম্পটন শহরের সিটি সেন্টারে লিওনার্দো রয়্যাল হোটেলে।  স্টেডিয়াম থেকে ২৫ মিনিটের পথ। গতকাল মূল মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ থাকায় বাংলাদেশ দলকে অনুশীলন করতে হয়েছে ইনডোরে। রোজ বোলে এর আগে মাত্র একটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা সেই ম্যাচে অভিজ্ঞতা মোটেও ভালো নয়। ক্যারিবীয়দের বিরুদ্ধে রাজিন সালেহর বাংলাদেশ হেরেছিল ১৩৮ রানের বড় ব্যবধানে। দুঃস্মৃতির সেই রোজ বোলে আগামীকাল আফগানদের বিরুদ্ধে খেলতে নামছে টাইগাররা! ম্যাচ লো স্কোরিং হওয়ার সম্ভাবনা খুব বেশি! কেন না গতকাল এই মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ২২৪ রানের বেশি করতে পারেনি ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। রোজ বোলের উইকেট যুক্তরাজ্যের অন্যান্য ভেন্যুর মতো নয়! অনেকটা উপমহাদেশের উইকেটের মতো। গতকাল ভারত-আফগানিস্তানের ম্যাচে দেখা যায় বল থেমে থেমে আসছিল। এই সুযোগ তিন আফগান স্পিনার রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমান দুর্দান্ত  বোলিং করেছেন। আফগান স্পিনারদের তোপের মুখে বিপদেই পড়েছিল ভারতীয়রা। এর আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করেছিল মাত্র ২২৭ রান। তবে এটাও ঠিক যে বিশ্বকাপের এই দুই ম্যাচের  স্কোরকে আদর্শ হিসেবে ধরার উপায় নেই! কেন না বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচে এই মাঠে রানের বন্যা বইয়ে দিয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান। যে ম্যাচে দুই ইনিংস মিলে হয়েছিল ৭৩৪ রান। প্রথম ব্যাট করে ইংল্যান্ড করেছিল ৩৭৩ রান, তারপর পাকিস্তান করেছিল ৩৬১ রান।এখানে কোন উইকেটে খেলা হচ্ছে সেটাই আসল। তাই রোজ বোলে আগে থেকে পরিকল্পনা করে লাভ নেই খুব একটা! উইকেট দেখেই সিদ্ধান্ত নিতে হবে। যত দ্রুত উইকেটকে সঠিকভাবে বিশ্লেষণ করা যাবে ততই মঙ্গল। তবে এটা ঠিক যে ম্যাচটি বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না। টাইগারদের পরীক্ষাই নেবে আফগানরা!

সর্বশেষ খবর