রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারাচ্ছে সুন্দরবন

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারাচ্ছে সুন্দরবন

সরকার এখনো উন্নয়নের কথা বলেই সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প অব্যাহত রেখেছে। বিশ্বদরবারে মিথ্যাচার করে বিদ্যুৎ প্রকল্পসহ আরও তিন শতাধিক বিপজ্জনক প্রকল্প অনুমোদন দিয়েছে। আর ইউনেস্কোকে দেওয়া বিশ্ব ঐতিহ্য রক্ষার অঙ্গীকার ভঙ্গ করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হেয় করেছে। সরকারের এই ভূমিকায় একদিকে বাংলাদেশ অরক্ষিত হচ্ছে, অন্যদিকে সুন্দরবন তার বিশ্ব ঐতিহ্য মর্যাদা হারাতে বসেছে। উন্নয়নের নামে এসব প্রকল্প প্রাণ প্রকৃতি বিনাশ করে দেশ ও জননিরাপত্তাকে বিপর্যস্ত করবে। অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল সকালে রাজধানীর মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে এসব কথা বলেন।  তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ‘রামপাল, রূপপুর ও বাজেট ২০১৯-২০’ শীর্ষক পর্যালোচনা সভায় জাতীয় কমিটির এই সদস্য সচিব বলেন, রামপাল, রূপপুর ও মাতারবাড়ীর মতো প্রকল্পগুলো উন্নয়ন নয়, ধ্বংস প্রকল্প। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স, আবদুস সাত্তার, আবুল হাসান রুবেল, প্রকৌশলী কল্লোল মোস্তফা প্রমুখ।

সর্বশেষ খবর