সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

৪৯ রানে জিতল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

প্রথম পাঁচ ম্যাচে বসেছিলেন ড্রেসিং রুমে। বর্ষীয়ান শোয়েব মালিক যদি রান করতে পারতেন তাহলে বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হতো হারিস সোহেলকে। কিন্তু সেটা হয়নি। গতকাল লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জীবনবাজির ম্যাচে খেলতে নেমেই বাজিমাত করেন বাঁহাতি হারিস। খেলেন ৮৯ রানের প্রত্যয়ী ইনিংস। পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩০৮। পাকিস্তানের পর্বতসমান স্কোর গড়তে হাফ সেঞ্চুরি করেন বাবর আজমও (৬৯)। দক্ষিণ আফ্রিকা জবাব দিতে নেমে ২৫৯ রানেই থেমে যায়। ৪৯ রানের জয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরল পাকিস্তান। এ জয়ে ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই ধাপ ওঠে এলেন সরফরাজরা। অবশ্য শেষ চারে স্থান পেতে হলে জিততে হবে পরের তিনটি ম্যাচ (নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ)। টস জিতে ব্যাটিং নেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। কন্ডিশন বুঝতে এবার আর ভুল হয়নি তার। ব্যাট হাতে পাকিস্তান নিরাপদ সংগ্রহই গড়ে তোলে। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি। এ ছাড়াও ইমরান তাহির ২টি উইকেট নেন। তিনি বিশ্বকাপে প্রোটিয়া বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন (৩৯টি)। অ্যালান ডোনাল্ড (৩৮ উইকেট) এতদিন শীর্ষে ছিলেন এই তালিকায়। অবশ্য বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার (৭১ উইকেট)। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ফাফ ডু প্লেসিস। পাকিস্তানের পক্ষে শাদাব ও ওয়াহাব রিয়াজ ৩টি করে এবং মোহাম্মদ আমির ২টি উইকেট নেন। এবারের বিশ্বকাপে ১৫টি করে উইকেট নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছেন আমির, জোফরা আর্চার ও মিচেল স্টার্ক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর