সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় শুনানি পেছাল

বিচারিক আদালতে নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৪ জুলাই ধার্য করেছে আদালত। গতকাল অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য থাকলেও হাসপাতাল থেকে খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানি পিছিয়ে দেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ভবনে অস্থায়ী এজলাসে মামলাটির বিচার চলছে। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দ প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। গতকাল বিচারিক আদালত থেকে এ মামলার নথি আসার তথ্য আদালতকে জানিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে জামিন আবেদনটি উপস্থাপন করেন তারা। শিগগিরই আবেদনটির শুনানি হবে বলেও তারা জানান।

সর্বশেষ খবর