সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

বিটিভি দেখা যাবে ভারতে

নিজস্ব প্রতিবেদক

বিটিভি দেখা যাবে ভারতে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান (বিটিভি) ভারতে সম্প্রচারের সব আয়োজন সম্পন্ন হয়েছে। আগামী মাস থেকে এ সম্প্রচার চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ভারতে সম্প্রচার নিয়ে সরকার একটি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ লক্ষ্যে একটি কারিগরি দল আগামীকাল থেকে ২৭ জুন ভারত সফর করবে। তারা দেশে ফেরার পর বিটিভি কবে থেকে সে দেশে দেখা যাবে তা ঠিক করা হবে। এ ছাড়া বাংলাদেশ বেতারও ভারতে সম্প্রচারের জন্য একটি চুক্তি হয়েছে। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্যমন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের টেলিভিশন ভারতে দেখা যায় না। এ নিয়ে আমাদের দেশে মানুষের মধ্যে অসন্তোষ ছিল। এখন খুব শিগগিরই ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখা যাবে। তথ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সেই ধারাবাহিকতায় ৭ মে বাংলাদেশ টেলিভিশন ও ভারতের সম্প্রচার কর্তৃপক্ষ ‘প্রসার ভারতী’র মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর ভারতের নতুন সরকার গঠিত হলে নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকার এ মাসের ১৯ তারিখে সে দেশের রাষ্ট্রীয় টিভি চ্যানেল দূরদর্শনের মাধ্যমে বিটিভি সম্প্রচারের চূড়ান্ত অনুমোদন দেন। তিনি জানান, বিটিভি ছাড়াও প্রসার ভারতীর সঙ্গে বাংলাদেশ বেতারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম ও নূরুল করিম এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফায়জুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর