সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

জনগণের হাতে সব সিদ্ধান্ত ছেড়ে দিন

নিজস্ব প্রতিবেদক

জনগণের হাতে সব সিদ্ধান্ত ছেড়ে দিন

জনগণের হাতে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তারা (সরকারের মন্ত্রী) যেখানেই যান, সেখানেই জনগণের অংশগ্রহণ দেখতে পান। জনগণের সঙ্গে যদি এমন সম্পর্ক থাকে তাহলে তো জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া কিংবা ভোট কারচুপির দরকার হয় না। সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের ওপর ছেড়ে দিন।’ গতকাল রাজধানীর হোটেল লেকশোরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীর খসরু আরও বলেন, ‘জনগণকে দায়িত্ব দিন, তারা যেন সিদ্ধান্ত নিতে পারে, কারা সংসদে যাবে, কারা সরকার গঠন করবে।

সর্বশেষ খবর