বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ক্রিকেটে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গতকাল লর্ডসে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন অ্যারন ফিঞ্চরা। এ জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করল অসিরা। হাতে আরও দুটি ম্যাচ আছে। ২৯ জুন নিউজিল্যান্ড ও ৬ জুলাই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। তবে হাতে থাকা দুটি ম্যাচ হারলেও ভয় নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। টস হেরে ব্যাট করতে নেমে দুই অসি ওপেনার ২২.৪ ওভারে ১২৩ রান করেন। ওয়ার্নার ৫৩ রান করে সবার আগে বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন এবার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেন ১০০ রান। বিশ্বকাপে এটা তার দ্বিতীয় এবং ক্যারিয়ারের ১৫ নম্বর সেঞ্চুরি। প্রথম দিকে ঝড়ো গতিতে রান তুললেও শেষ দিকে রানের গতি অনেকটাই কমে যায়। তবে স্টিভ স্মিথের ৩৪ বলে ৩৮ এবং ক্যারের ২৭ বলে ৩৪ রানে ভর করে লড়াকু ইনিংস গড়ে অস্ট্রেলিয়া (২৮৫/৭)। ইংলিশদের পক্ষে ৪৬ রানে ২ উইকেট নিয়ে সফল ছিলেন স্টিভ ওয়ক্স। ১টি করে উইকেট নেন জোফরা আর্চার, মার্ক ওড, বেন স্টোকস ও মইন আলি। জবাব দিতে নেমে শুরুতে জেমস ভিন্স, জো রুট ও ইয়ন মরগানের উইকেট হারিয়ে বিপদেই পড়ে ইংল্যান্ড। তবে বেন স্টোকস দাঁড়িয়ে যান উইকেটে। ১১৫ বলে ৮৯ রান করেন তিনি। এ ছাড়া বেয়ারস্টো ২৭, ক্রিস ওকস ২৬, বাটলার ২৫ ও আদিল রশিদ ২৫ রান করেন। ৪৪.৪ ওভারে ২২১ রান করেই অলআউট হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট নেন বিশ্বকাপে অভিষিক্ত জেসন বেরেনডর্ফ। এ ছাড়া মিচেল স্টার্ক ৪টি ও স্টয়নিস ১টি উইকেট শিকার করেন। এবারের বিশ্বকাপে ১৯ উইকেট শিকার করে এককভাবে শীর্ষে উঠে এলেন স্টার্ক।

সর্বশেষ খবর