বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

দায়িত্বশীল ব্যক্তিদের চোখ বুজে থাকার সুযোগ নেই

মোবাশ্বের হোসেন

জয়শ্রী ভাদুড়ী

দায়িত্বশীল ব্যক্তিদের চোখ বুজে থাকার সুযোগ নেই

নগরবিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, আবাসিক এলাকাগুলো একে একে হারিয়ে ফেলছে তাদের বৈশিষ্ট্য।

অপরিকল্পিত নগরায়ণ ক্রমেই ঢাকাকে বসবাস অযোগ্য করে তুলছে। তদারকির দায়িত্ব যাদের হাতে তারা কাজের চেয়ে নিজেদের আখের গোছাতে বেশি ব্যস্ত। দায়িত্বশীল ব্যক্তিদের চোখ বুজে থাকার সুযোগ নেই। তিনি আরও বলেন, ১৫-১৬ বছর আগেও ধানমন্ডি এলাকায় চারতলার ওপরে কোনো বাড়ি ছিল না। এখন ইচ্ছামতো উচ্চতায় দালানকোঠা তৈরি চলছে। আবাসিক ভবন ভাড়া দেওয়া হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। ধানমন্ডি থেকেই এই বাণিজ্যিকীকরণের ভাইরাস গুলশান, বনানী, বারিধারাসহ অন্য এলাকাগুলোয় ছড়িয়ে পড়ে। গুলশান-বনানী এলাকার নকশায় বাণিজ্যিক প্রয়োজনের জন্য আলাদাভাবে নকশা করা আছে। অথচ রাজউক এই পুরো বিষয়টি গোপন করে গুলশানের একটি রোডকে বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন দেয়। এরপর আস্তে আস্তে ঘিঞ্জিতে পরিণত হতে থাকে পরিকল্পিত নকশায় গড়ে ওঠা আবাসিক এলাকা গুলশান-বনানী। বহুতল ভবনগুলোয় যতটুকু পার্কিং স্পেস থাকা দরকার তা থাকছে না। ফলে সড়ক দখল করে গাড়ি পার্কিং চলছে। কোনো গলি একবার যানজটে বন্ধ হয়ে গেলে তা কয়েক ঘণ্টায়ও মুক্ত হচ্ছে না। এসব ভবন অনুমোদন পাচ্ছে কীভাবে? এ ছাড়া আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানোর সুযোগ নেই। এগুলো যাদের দেখার কথা তারা চোখ বন্ধ করে থাকলে কার কী করার আছে?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর