বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

অপরিকল্পিত নগরায়ণে বসবাস অযোগ্য হচ্ছে

মো. ফয়েজউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

অপরিকল্পিত নগরায়ণে বসবাস অযোগ্য হচ্ছে

স্থপতি মো. ফয়েজউল্লাহ বলেন, অপরিকল্পিত নগরায়ণ এবং সমন্বয়হীনতার কারণে বসবাস অযোগ্য হয়ে পড়ছে ঢাকা। গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডির মতো পরিকল্পিত এলাকাতে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। পরিকল্পনামাফিক না চললে সমস্যার বেড়াজালে জড়িয়ে যাবে রাজধানীবাসীর জীবনযাত্রা। তিনি আরও বলেন, নিয়মবহির্ভূত কাজের কারণে সৃষ্ট সমস্যা এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আলাদাভাবে ব্যবস্থা রাখতে হবে। নতুনভাবে আরও পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তুলতে হবে। একই সঙ্গে আবাসিক ভবনগুলো থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে ফেলতে হবে। শুধু নামে নয় মানুষের সুস্থ জীবনযাপনের জন্য আবাসিক এলাকার বৈশিষ্ট্য ধরে রাখতে হবে। প্রতিটি শপিং কমপ্লেক্স নির্মাণের সময় পার্কিংয়ের বিষয়টি নজরে রাখতে হবে। রাস্তাঘাটে পার্কিংয়ের জন্য যেন যানজট পোহাতে না হয় সে বিষয়টি ট্রাফিক পুলিশকে তদারকি করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর