বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা
বিশ্বকাঁপানো আরও একটি ছবি

আয়লানের পর ভ্যালেরিয়া

প্রতিদিন ডেস্ক

আয়লানের পর ভ্যালেরিয়া

তীরে পড়ে আছে আলবার্তো ও তার মেয়ে ভ্যালেরিয়ার নিথর শরীর ছবি : নিউইয়র্ক টাইমস

মেক্সিকো সীমান্তে সিরিয়ান শিশু আয়লান কুর্দির পর এবার পানিতে ভেসে উঠেছে এল সালভাদরের বাবা-মেয়ের লাশ। সীমান্ত  পেরোতে গিয়ে তারা প্রাণ হারিয়েছেন। মৃতরা হলেন অস্কার অ্যালবার্তো মার্টিনেজ রমিরেজ ও তার মেয়ে ভ্যালেরিয়া। আয়লানের মতো তাদের ছবিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, নিচের দিকে মুখ করে মৃত অবস্থায় পড়ে আছেন বাবা। আর তার টি-শার্টের ভিতরে মাথা ঢুকিয়ে রয়েছে শিশুটি। তার একটি হাত বাবার টি-শার্টের কাছ দিয়ে বেরিয়ে গলায় জড়িয়ে রয়েছে। খবরে বলা হয়েছে, স্ত্রী ও ২৩ মাসের        শিশু সন্তানকে নিয়ে রিও গ্রান্দে পার হয়ে টেক্সাস যেতে চেয়েছিলেন অস্কার অ্যালবার্তো মার্টিনেজ রামিরেজ। মেক্সিকোর মাতামোরোস নদীর কাছে গত সোমবার তাদের সন্ধান পাওয়া যায়। এর আগে রবিবার মাতামোরোস পৌঁছান মার্টিনেজ। তার স্ত্রী ও মেয়ের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন তিনি। কিন্তু যখন বুঝতে পারেন, এ প্রক্রিয়ায় অনেক সময় লেগে যাবে, তখন তিনি সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। প্রথমে মেয়েকে নিয়ে নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান মার্টিনেজ। এরপর স্ত্রীকে নিতে আবার ফিরে আসেন। কিন্তু তার দেখাদেখি মেয়েও পানিতে ঝাঁপ দেয়। তাকে বাঁচাতে ফিরে যান মার্টিনেজ। কিন্তু তখন পানির গতি অনেক বেশি থাকায় হার মানতে হয় দুজনকেই।

 পরে দুজনের লাশ ভেসে ওঠে নদীর পাড়ে। প্রসঙ্গত, গত কয়েক মাসে ব্যাপকহারে বেড়েছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ। সীমান্তে কড়াকড়ি আরোপ না করলে সব ধরনের মেক্সিকান পণ্য আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ শুল্কের হার প্রতি মাসে বাড়তে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্বভাবতই অনুপ্রবেশ আরও বেড়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে পৌঁছাতে অভিবাসনপ্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে যে বিপজ্জনক পথ পাড়ি দিতে হয়, সোমবারের হৃদয়বিদারক এ ছবিটিই তার প্রমাণ। এর আগে রবিবারও দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর