রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

সমাজে নেতিবাচক উপাদান

-------- ড. জিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

সমাজে নেতিবাচক উপাদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, সমাজের মধ্যে অনেক বেশি নেতিবাচক উপাদান ঢুকে পড়ায় এই অস্থিরতা। রাষ্ট্র         এগুলো নিয়ন্ত্রণের নিয়ামক তৈরি করতে না পারলে অস্থিরতা থাকবেই। আমরা এখন পারিবারিক মূল্যবোধের ঐতিহ্যবাহী সমাজব্যবস্থা থেকে আধুনিক সমাজে পা দিচ্ছি। সমাজ ব্যবস্থা পরিবর্তনের মাঝামাঝি অবস্থানের সময়ে সমাজে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হওয়া স্বাভাবিক। যুক্তরাষ্ট্রে সমাজ পরিবর্তনের সময়ও হয়েছিল। এগুলো নিয়ন্ত্রণে রাষ্ট্রের পাশাপাশি সামাজিক ও পারিবারিক অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি থাকে। তার একটি পশুপ্রবৃত্তি। ফ্রয়েডিয়ান থিওরি মতে প্রত্যেক মানুষের মধ্যে এটা রয়েছে। আমাদের মতো সমাজে পশুপ্রবৃত্তি বেশি কার্যকর। এখন এই পশুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে হবে। পশ্চিমা সমাজে কিছুটা হয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রের নীতি এবং আইন পরিবর্তন করে কার্যকর করেছে। একই সঙ্গে সমাজের মধ্যে অনুশাসনগুলো ধরে রাখায় তারা মোটামুটি এটা নিয়ন্ত্রণে  রেখেছে। আমাদের মতো ট্রেডিশনাল সোসাইটিতে এই ধরনের নিয়ন্ত্রণের অভাব থাকায় মানুষের মধ্যে পশুপ্রবৃত্তির প্রতিফলন বেশি দেখা যায়। আগে এসব অপরাধ এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেলেও এখন আর যাচ্ছে না। আগেকার সমাজ ব্যবস্থায় ধর্মীয় অনুশাসন, সামাজিক রীতিনীতি ও পারিবারিক বন্ধনগুলো এসব অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখত। সমাজ পরিবর্তনে অনুশাসনগুলো হালকা হয়ে গেছে। সমাজে এখন অবারিত স্বাধীনতা। ছেলেমেয়েদের সম্পর্কের ধরন বদলে গেছে। খুন, ধর্ষণ আগেও ছিল, তবে এত নির্মমতা ছিল না। পর্নোগ্রাফির বিষবাষ্প প্রতিটি শ্রেণিকে আঘাত করছে। এর জন্য আমাদের পুরো সিস্টেম দায়ী। ইয়াং জেনারেশনের মধ্যে যে অস্থিরতা দেখছি, সেই অনুযায়ী কিশোর অপরাধ সংশোধন সেন্টার কি বেড়েছে? সঠিক কাউন্সিলিং এসব অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা কতটুকু কাউন্সিলিং মেকানিজম তৈরি করতে পেরেছি? এসব অপরাধ রোধে আমাদের আইন, পুলিশি ব্যবস্থা কতটুকু যুগোপযোগী? প্রকাশ্যে কুপিয়ে হত্যা বা ধর্ষণ বা সন্তানের হাতে বাবা-মা, আবার বাবা-মায়ের হাতে সন্তান খুন একই সূত্রে গাঁথা। এ ছাড়া খুন, ধর্ষণ বন্ধে সময়ের প্রয়োজনে অনেক আইন হলেও প্রয়োগ সেভাবে হয়নি। আইনের কঠোর বাস্তবায়ন হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর