মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দল বেঁধে দলের লোকেরাই দিনদুপুরে পেটাল যুবককে

নিজস্ব প্রতিবেদক

বরগুনায় প্রকাশ্যে যুবক রিফাতকে কুপিয়ে হত্যার  রেশ না কাটতেই চট্টগ্রামে আরেকজনকে দিনের  বেলায় লাঠি দিয়ে পেটানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রবিবার বিকালে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। হামলার ওই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন সরাসরি হামলায় অংশ নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সাজু (২৪), মাসুদ (১৮), মিরাজ (১৭), বেলাল (২০) ও তারেক (১৮)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘বিশ্বকলোনীর এক যুবককে মারধরের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ একটি মামলা করেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। তবে এ ঘটনায় ভিকটিমের পরিবার এখনো কোনো মামলা করেনি।’ আকবর শাহ থানার ওসি জসীম উদ্দিন বলেন, দুর্বৃত্তদের হামলার শিকার মহসিন (২৫) যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মারামারির একটি মামলায় কিছুদিন কারাবাসের পর বৃহস্পতিবার জামিনে ছাড়া পান। মারধরের ঘটনায় কালো লাঠি হাতের যুবকটির নাম সাজু। থাকেন নন্দন গেট এলাকায়। ফুটেজে দেখা যায়, সাদা টি শার্ট পরা মহসিন একটি গলি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে লাঠিসোটা নিয়ে কিছু যুবক তাকে ঘিরে ফেলে। মহসিন পালানোর চেষ্টা করলেও টেনে তাকে গলির  ভিতরে নিয়ে বেধড়ক পেটাতে থাকে ওই যুবকরা। এক পর্যায়ে মহসিন মাটিতে পড়ে গেলেও পেটানো বন্ধ হয়নি। মহসিন মাটি থেকে ওঠার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে একজন তার পা ধরে রাখে আর অন্যরা মারতে থাকেন। মারধরে মহসিন মারা গেছে ভেবে হামলাকারীরা সরে পড়ে। ওসি জসিম উদ্দিন বলেন, এক মিনিট ৩৩  সেকেন্ডের হামলার ভিডিও ফুটেজ পেয়েছি। সেখান  থেকে মোট আটজনকে শনাক্ত করা হয়েছে। এদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। হামলাকারীদের মধ্যে জুয়েল, তুহিন, রাব্বী, পারভেজ, ফারহান ও খোকন নামের ছয়জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। হামলার সময় যে যুবকটি মহসিনের পা ধরে রেখেছিল তার নাম জুয়েল। তুহিন, রাব্বী, পারভেজ, সাজু ও ফারহান তাকে লাঠি দিয়ে পেটায়। আর খোকন তাদের সঙ্গে ছিল। পুলিশ জানায়, মহসিন উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচির অনুসারী। হামলায় জড়িতরা উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমের অনুসারী। উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচি বলেন, জহুরুল আলম জসিমের নির্দেশে হামলার ঘটনা ঘটিয়েছে তার অনুসারীরা। অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, মহসিনের গ্রুপের লোকেরাই তাকে মারধর করেছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী জড়িত নয়।

সর্বশেষ খবর