মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিদেশি টিভিতে বিজ্ঞাপন দেখালে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বিদেশি টিভিতে বিজ্ঞাপন দেখালে জেল-জরিমানা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে যেসব বিদেশি টেলিভিশন চ্যানেল দেখানো হয়, সেগুলোতে দেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকার গতকাল ভ্রাম্যমাণ আদালত বসানো শুরু করেছে। এ ছাড়া ক্যাবল অপারেটররা যাতে বিজ্ঞাপন ও অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে না পারে এবং টেলিভিশনের মালিকদের সংগঠনের নির্ধারণ করে দেওয়া ক্রমানুযায়ী যেন টিভি চ্যানেল দেখানো হয়, তা নিশ্চিত করতেও ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে ১ জুলাই থেকে মোবাইল কোর্ট পরিচালনা করতে। যেখানে আইন ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করা হবে মোবাইল কোর্টের মাধ্যমে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমাধ্যমের স্বার্থে এবং আইন সমুন্নত রাখার স্বার্থে সরকার এ ব্যবস্থা নিয়েছে। তথ্যমন্ত্রী বলেন, বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করলে, আমরা যে ক্রম ঠিক করে দিয়েছি তা ক্যাবল অপারেটররা অনুসরণ না করলে এবং ক্যাবল অপারেটররা নিজেরা বিজ্ঞাপন বা অনুষ্ঠান প্রদর্শন করলে আইনানুগ ব্যবস্থা নেব। তিনি বলেন, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনে বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার বা সঞ্চালন করলে লাইসেন্স বাতিল এবং দুই বছরের কারাদ  ও অর্থদে র বিধান রয়েছে। তথ্যমন্ত্রী বলেন, আগেই দুটি প্রতিষ্ঠানকে দেওয়া নোটিসে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। রবিবার সেই সময় শেষ হয়েছে। গত জানুয়ারি-মে পাঁচ মাস সময় পেয়েছে তারা। আরও সময় চায়, কিন্তু অনির্দিষ্টকাল সময় দেওয়া তো সম্ভব নয়, সেজন্য আমরা আইন প্রয়োগ করার ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, শুরুতে সরকারি টেলিভিশন চ্যানেল এবং তারপর প্রতিষ্ঠার তারিখ অনুযায়ী অন্যান্য বেসরকারি চ্যানেল দেখাতে হবে।

তথ্যমন্ত্রী জানান, এসব বিষয় তদারকি করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিটিভির প্রতিনিধি এবং তথ্য অধিদফতরের কর্মকর্তাদের নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বাড়াতে ‘সহসাই’ নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর