বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গ্যাসের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ আছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের দাম বৃদ্ধিতে ডাকা হরতালে জনগণ সাড়া দেবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। এ নিয়ে যদি বিরোধীরা হরতাল-বিক্ষোভের ডাক দেন, তারা দিতে পারেন। কিন্তু আমার ধারণা, হরতালে তারা জনগণের সাড়া পাবেন না। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ বাস্তবতা বোঝে। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। কাজেই দেশের মানুষ এই বিষয়টিকে সহজভাবে নেবে, এটাই আমরা আশা করি। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়, সরকার সেদিকে সচেষ্ট থাকবে বলে এ সময় তিনি প্রতিশ্রুতি দেন। এ সময় বিএসএমএমইউর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা, চলচ্চিত্রবিষয়ক সম্পাদক অভিনেত্রী শাহনূর প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর