বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বেদনার শহর বার্মিংহাম

বার বার বার্মিংহামে এসেই স্বপ্ন ভঙ্গ হচ্ছে বাংলাদেশের। আর প্রতিপক্ষও সেই ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোহলিদের কাছে হেরে বিদায় নিতে হয় টাইগারদের। এবারও এই বার্মিংহামে এসে থেমে গেল বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। কত উচ্ছ্বাস ও আবেগ নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর ছিল বাঙালিরা। এক হারেই সব শেষ হয়ে গেল। কেন বার বার ভারতের বিরুদ্ধেই ম্যাচে আটকে যেতে হচ্ছে বাংলাদেশকে? ম্যাচের আগের দিন এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক মাশরাফি বিন মুর্জতার কাছে। উত্তরে তিনি বলেছিলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে এবার খেলতে নামবে দল। কিন্তু কোথায় শিক্ষা নিল? দলের সিনিয়র ক্রিকেটার হয়েও এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সবচেয়ে বড় ভুলটা করলেন তামিম ইকবাল। ছেড়ে দিলেন ভারতের প্রধান তারকা রোহিত শর্মার ক্যাচ। আর ভারতীয় ওপেনার এমনই ক্রিকেটার একাধিক ডাবল সেঞ্চুরি যার ঝুলিতে। আর যে ম্যাচে তিনি নতুন জীবন পান সে ম্যাচের চেহারাই বদলে দেন। এ ম্যাচেও এক রোহিতই শেষ করে দিয়েছে বাংলাদেশকে। ভারত যে প্রথমে ব্যাটিং করে ৩১৪ রান করেছিল সেখানে তারই ১০৪ রান। তবে দ্বিতীয় ইনিংসেও সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কেননা বার্মিংহামের উইকেটে ৩১৫ রানের টার্গেট খুব কঠিন ছিল না। কিন্তু ব্যাটিংয়ের সময়ও খলনায়ক সেই তামিম। নিজেকে মেলে ধরতে পারলেন না। বড় টার্গেট তাড়া করতে যেভাবে ব্যাটিং করা দরকার সেভাবে শুরুটা করতে পারেননি। কেবল সাকিব আল হাসান লড়াই করলেন তার মতো করে। একাই যুদ্ধ করলেন। এক সময় ক্লান্ত হয়ে ড্রেসিংরুমেও ফিরে গেলেন। সাকিবের আউটের পরই যেন বাংলাদেশের স্বপ্ন শেষ হয়ে যায়। তারপরও শেষ দিকে সাব্বির ও সাইফউদ্দিন মিলে ম্যাচটি ক্লোজ করেছিলেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। এবার বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছিল পঞ্চপা বের দৃষ্টিতে। তরুণরা ছিল তাদের সহায়ক হিসেবে। মুস্তাফিজ-লিটন-সাইফউদ্দিনরা ঠিকই নিজেদের কাজটা উজাড় করে দিয়ে করেছেন কিন্তু সিনিয়ররা ডুবিয়েছে বাংলাদেশকে। এক সাকিব আল হাসান ছাড়া বাকিদের পারফরম্যান্স ছিল হতাশার। কেউ কেউ তো যাচ্ছেতাই। যে দলে সিনিয়ররা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন সে দলের স্বপ্ন ভঙ্গ হবে না তো কি? বাংলাদেশের এমন বিদায়ে ভীষণ কষ্ট পেয়েছেন ভক্তরা। কাকতালীয়ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এবারও সেই বার্মিংহামেই লিখতে হলো বিষাদ কাব্য! বার্মিংহাম এখন বাংলাদেশের কাছে এক বেদনার শহর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর