শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিচারবহির্ভূত হত্যা নিয়ে সতর্ক করল হাই কোর্ট

নয়ন বন্ডদের কেউ না কেউ পৃষ্ঠপোষক

নিজস্ব প্রতিবেদক

বরগুনা শহরের সড়কে স্ত্রীর সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার অগ্রগতি জানার পর বিচারবহির্ভূত হত্যাকা- নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে বলেছে হাই কোর্ট। আদালত বলেছে, এক দিনে এই নয়ন বন্ডরা তৈরি হয় না। কেউ না কেউ  তাদের পৃষ্ঠপোষকতা করে থাকে। গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এমন মন্তব্য করে। এদিন রিফাত হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আবদুল্লাহ আল মাহমুদ বাসার আদালতে জানান, এ মামলার কোনো আসামি দেশের বাইরে পালিয়ে যেতে পারেনি। এরই মধ্যে মামলার এজাহারভুক্ত ১২ জন এবং সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মামলার প্রধান আসামি নয়ন বন্ড নিহত হয়। অন্য আসামিদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এ পর্যায়ে হাই কোর্ট বলে, আমরা (বিচার বিভাগ) কখনই নির্বাহী বিভাগের যেসব দায়িত্ব পালন করার কথা সেসব বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এটা তাদের দায়িত্ব, তাদের রুটিনওয়ার্ক। যদি সেখানে কোনো ব্যত্যয় ঘটে তখনই শুধু বিচার বিভাগ নির্দেশনা বা হস্তক্ষেপ করে থাকে। আদালত বলে, তবে আমরা বিচারবহির্ভূত হত্যা পছন্দ করি না। হয়তো প্রয়োজনের খাতিরে অনেক সময় জীবন বাঁচানোর তাগিদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করে থাকে। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। আইন যে সুযোগ-সুবিধা দিয়েছে সেটা যেন নিশ্চিত হয়। বিচারক আরও বলেন, এক দিনে এই নয়ন বন্ডরা তৈরি হয় না। কেউ না কেউ তাদের পৃষ্ঠপোষকতা করে থাকে। কেউ না কেউ লালন-পালন করে ক্রিমিনাল বানায়। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাসার সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ প্রশাসন ও সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। তারা একটি প্রতিবেদন হাই কোর্টে দাখিল করেছে। আমরা আদালতের কাছে সে প্রতিবেদন উপস্থাপন করেছি। এ বিষয়ে সার্বিক অগ্রগতি অবহিত করেছি। তদন্ত-পরবর্তী যাই আসবে তা আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান এই আইন কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্রকাশিত বিভিন্ন পত্রিকার প্রতিবেদন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চের নজরে আনেন। সেদিন আদালত রিফাত হত্যা মামলার আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য সীমান্তে সতর্কতা জারি করতে বলে।

সর্বশেষ খবর