শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হচ্ছে বাঙালির সংস্কৃতি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হচ্ছে বাঙালির সংস্কৃতি

দেশবরেণ্য সাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বইমেলা অনুষ্ঠিত হলে বাংলা ভাষা, বাঙালির সংস্কৃতি ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হবে। বাঙালির শেকড়ের গভীরতা থেকে যাবে ভবিষ্যতেও। শেকড়ের জায়গা ধরে এগিয়ে যাবে বাংলাদেশি প্রজন্ম। প্রসারিত হবে বাংলা ভাষার দিগন্ত। যুক্তরাষ্ট্র সফররত সেলিনা হোসেন সম্প্রতি নিউইয়র্কে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বইমেলা উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া সেলিনা হোসেন বলেন, ওয়াশিংটন ডিসিতেও দুই বছর ধরে আয়োজিত হচ্ছে বইমেলা। কানাডার টরেন্টো, মন্ট্রিয়লের বইমেলায় গিয়েছি। লন্ডনের বইমেলায়ও গিয়েছি। এভাবে বিশ্বের বিভিন্ন দেশে বইমেলা অনুষ্ঠিত হলে বাংলা ভাষা, বাঙালির সংস্কৃতি আন্তর্জাতিক মান অর্জন করবে। ভবিষ্যতের জন্য ধরে রাখবে বাঙালির শেকড়ের গভীরতা। তিনি বলেন, আমেরিকায় আমি প্রথম আসি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের একজন হয়ে। সেই আসার অভিজ্ঞতা ছিল অন্যরকম। সে সময়ে তিনি লেখক-সংস্কৃতি কর্মীদের সঙ্গী করেছিলেন। ছিলেন সৈয়দ শামসুল হক, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান ও আমি। হোয়াইট হাউস, পেন্টাগন অফিস, বিভিন্ন মিউজিয়াম ইত্যাদি দেখার অভিজ্ঞতা আমার স্মৃতির সঞ্চয়। এরপর মুক্তধারা আয়োজিত বইমেলা ও সাহিত্য-সংস্কৃতি অনুষ্ঠানে প্রথমবার আসি ২০১৬ সালে। সেটি ছিল মুক্তধারার বইমেলার রজতজয়ন্তী অনুষ্ঠান।

সর্বশেষ খবর