শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিশ্বকাপ থেকে পাকিস্তান বিদায়

বিশ্বকাপ থেকে পাকিস্তান বিদায়

পাকিস্তানের স্কোর ৩১৫/৯! সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে অলআউট করতে হতো ৪ রানের মধ্যেই। তাই বাংলাদেশের স্কোর চার পার হওয়ার সঙ্গে সঙ্গে লর্ডসের গ্যালারিতে গর্জন ওঠে! এই গর্জনের অর্থ, বিশ্বকাপ থেকে পাকিস্তানের করুণ বিদায়ঘণ্টা বেজে গেল! বাংলাদেশকে ৯৪ রানে হারিয়ে পাকিস্তানের পয়েন্ট হয়েছিল ১১! সমান পয়েন্ট ছিল নিউজিল্যান্ডেরও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের পর শেষ      দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ডই। পাকিস্তানের বিদায়ের দিনে ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লেখলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এর আগে সাদা পোশাকের এই ‘হোম অব ক্রিকেট’-এ সাদা পোশাকে অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের আরেক পেসার শাহাদত হোসেন রাজীব। একই ম্যাচে সেঞ্চুরি করে সবার আগে তামিম ইকবাল নিজের নাম লিখিয়েছেন। কিন্তু রঙিন পোশাকে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লেখালেন মুস্তাফিজ। আগের ম্যাচে ভারতের বিরুদ্ধেও ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনি এখন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। গতকাল আরও একটি হাফ সেঞ্চুরি করে মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। ম্যাথু হেইডেন ও শচিন টেন্ডুলকারের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করার অনন্য গৌরব অর্জন করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার গতকাল খেলেছেন ৬৪ রানের ইনিংস। ৮ ম্যাচে তার মোট রান ৬০৬। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ। পাশাপাশি ১১টি উইকেটও নিয়েছেন। সেমিফাইনালের আগে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ঘণ্টা বেজে গেলেও সাকিব টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে যেন অপ্রতিদ্বন্দ্বী! গতকাল পাকিস্তানের দেওয়া ৩১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সাকিব ছাড়া আর কোনো ব্যাটসম্যান পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। মাত্র ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা পাকিস্তানের বোলার শাহিন আফ্রিদি। গতকাল ৫ উইকেট নিলেও ১০ ওভারে মুস্তাফিজ দিয়েছেন ৭৫ রান। ৯ ওভারে ৭৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। কাল দারুণ ব্যাটিং করেছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান ইমাম উল হক ও বাবর আজম। তবে একজন সেঞ্চুরি করেছেন, আরেকজন ৪ রানের আক্ষেপে ড্রেসিংরুমে ফিরেছেন।

 ইমাম খেলেছেন কাঁটায় কাঁটায় ১০০ রানের ইনিংস। সেঞ্চুরির পর হিট আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। আর ৯৬ রানে বাবর আজমকে নাভার্স নাইনটিনের ফাঁদে ফেলেছেন সাইফউদ্দিন। তবে দ্বিতীয় উইকেটে তাদের ১৫৭ রানের জুটিতে সওয়ার হয়েই বড় স্কোর করে পাকিস্তান। শুরুতে ছন্দ হারিয়ে ফেললেও শেষের দিকে ম্যাচের লাগাম টেনে ধরেছিলেন বাংলাদেশের বোলাররা। সে কারণেই সাড়ে তিনশর বেশি রানের স্বপ্ন দেখা পাকিস্তানকে ৩১৫ রানে আটকে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিশাল ব্যবধানে হেরে গেল মাশরাফিরা।

সর্বশেষ খবর