শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এরশাদকে বিদেশে নেওয়ার অবস্থা নেই

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডায়ালাইসিস করা হয়েছে। গতকাল ভোর ৪টায় ডায়ালাইসিস হয়েছে বলে জানিয়েছেন এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার। এদিকে এইচ এম এরশাদের চিকিৎসার সব রিপোর্ট সিঙ্গাপুরে পাঠানো হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্তমান শারীরিক অবস্থায় এরশাদকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে সমর্থন করেননি। তাকে বিদেশে নেওয়ার অবস্থায় নেই।

এইচ এম এরশাদের সুস্থতা কামনায় সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের অংশ হিসেবে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জামে মসজিদে মোনাজাত শেষে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সাংবাদিকদের একথা জানান। জিএম কাদের বলেন, চিকিৎসকরা কৃত্রিমভাবে এরশাদের শ্বাসকষ্ট দূর করেছেন। গত ৭ দিনে ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। রক্তের প্লাটিলেট বাড়াতে চেষ্টা করছেন। সিএমএইচ-এ বিশ্বমানের চিকিৎসা চলছে, এ চিকিৎসায় সন্তুষ্ট তারা। তার শরীর থেকে অপ্রয়োজনীয় পানি বের করা হয়েছে। গতকাল তাকে অনেকটাই সুস্থ দেখায়। শ্বাসকষ্ট এখন আর নেই, তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মীর আবদুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, আলমগীর সিকদার লোটন, ইসহাক ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে এইচ এম এরশাদের সুস্থতা কামনায় সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজারে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ। রাজধানীর শ্যামপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্মামী গ্রিধারী বিগ্রহ আখড়ায় প্রার্থনার আয়োজন করেন পার্টির ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। প্রার্থনায় হিন্দু- বৌদ্ধ ঐক্য পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে-এর সঞ্চালনায় গীতা পাঠ করে প্রার্থনা পরিচালনা করেন রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত সাধন বৈষ্ণব। এ ছাড়া এইচ এম এরশাদের সুস্থতা এবং রোগমুক্তি কামনায় সারা দেশে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পিতার জন্য দোয়া চাইলেন এরিক এরশাদ : লাইফ সাপোর্টে থাকা হুসেইন মুহম্মদ এরশাদের জন্য  দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ছেলে এরিক এরশাদ। গতকাল এক ভিডিও বার্তায় এরিক বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার পিতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্য আপনাদের সবার কাছে দোয়া আহ্বান করছি।  আপনারা দোয়া করবেন উনি যেন লাইফ সাপোর্ট  থেকে জীবিত সুস্থ অবস্থায় ফিরে আসেন। আমিন।

সর্বশেষ খবর