শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ধর্ষণের অভিযোগে উপসচিব বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কলেজছাত্রীকে টানা এক বছর ধরে ধর্ষণ করে আসছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের এক উপসচিব। এ ঘটনায় করা মামলার চার্জশিট হওয়ার পর রেজাউল  করিম রতন নামে ওই উপসচিবকে সাময়িক বরখাস্ত করা হয়। জামিন অযোগ্য মামলায় জামিন পেয়েই তিনি ওই কলেজছাত্রীকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর ধর্ষণের শিকার কলেজছাত্রীর ওপর বারবার হামলা হওয়ায় একটি হত্যাচেষ্টা মামলাও হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ২০১৭ সালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষক থাকাবস্থায় রেজাউল করিম রতন সেখানকার এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর তাকে ধর্ষণ করে সেই চিত্র মোবাইলে ধারণ করে রাখেন। এরপর থেকে সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টানা এক বছর ধর্ষণ করে আসছিলেন ওই ছাত্রীকে। তবে তিনি ২০১৮ সালে ক্যাডার পরিবর্তন করে পদোন্নতি পেয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপসচিব হন। মামলার চার্জশিট হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ঘটনার প্রাথমিক সত্যতাও খুঁজে পায় পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার।

সর্বশেষ খবর