শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিচারবহির্ভূত হত্যা আমরাও সমর্থন করি না

নিজস্ব প্রতিবেদক

বিচারবহির্ভূত হত্যা আমরাও সমর্থন করি না

বিচারবহির্ভূত হত্যাকা- নিয়ে হাই কোর্টের মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ ধরনের হত্যাকান্ড কেউ সমর্থন করে না। আমরাও করি না। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিচারবহির্ভূত  হত্যাকান্ড হয়েছে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা তো দাবি করে না। এখানে এনকাউন্টারের কথা বলা হচ্ছে। এনকাউন্টার ও ক্রসফায়ার তো এক না। এখানে যা হয়েছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বক্তব্য দিয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিষয়টির কোনো যোগসূত্র স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে কেউ পায়নি। তিনি বলেন, হাই কোর্টের মন্তব্য হাই কোর্ট করতে পারে। স্বাভাবিকভাবে বিচারবহির্ভূত হত্যাকান্ড কেউ কি সমর্থন করে? আমরাও করি না। গ্যাসের মূল্যবৃদ্ধির বিরোধিতা করছে ১৪ দলের শরিকরা। একে তারা অযৌক্তিক বলেছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির যৌক্তিক কিছু কারণ রয়েছে। এ খাতে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে মূল্যবৃদ্ধির বিষয়টি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি সরকার পুনর্বিবেচনা করবে কি না প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, পুনর্বিবেচনা করবে কি না, তা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়। আমার মনে হয় না, এটা পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে।

ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রীর ট্রেন যাত্রায় গুলি ও বোমা হামলার ঘটনায় স্থানীয় কয়েকজন বিএনপির নেতাকে আদালতের ফাঁসি ও যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আদালতের যে কোনো রায় বিএনপির বিপক্ষে গেলে তারা পক্ষপাতমূলক বলে অভিযোগ করেন। এটাও সেই গতানুগতিক অভিযোগ। আদালত স্বাধীন। এটা নিম্ন আদালতের রায় তারা চাইলে উচ্চ আদালতে যেতে পারে।

সর্বশেষ খবর