শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাজনীতি এখন আর রাজনীতিকদের হাতে নেই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজনীতি এখন আর রাজনীতিকদের হাতে নেই

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। এ কথা শুধু বাইরে নয়, সংসদে অনেকবার বলেছি। বরিশালে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এখানকার নেতারা বলেছেন দলে হাইব্রিড নেতাদের আশ্রয়-প্রচ্ছয় দেওয়া হবে না। যেখানে ক্ষমতা আর অর্থের বিষয় জড়িত সেখান থেকে  হাইব্রিডদের উৎখাত করা সম্ভব হবে না। গতকাল বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জেলা কমিটির প্রয়াত সদস্য মাহমুদুল আলম কালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে শোক ও স্মরণসভায় মেনন বলেন, আজকে রাষ্ট্রের ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে চলে গেছে। সেই সব লোকদের কাছ থেকে জনগণের ক্ষমতা উদ্ধার করতে হবে। প্রকৃত রাজনীতি অর্থ-বিত্তের মধ্যে ঘুরে বেড়ায়। রাজনীতি এখন অর্থ-বিত্তে বন্দী হয়ে গেছে। মেনন বলেন, সরকারের কর্মখালী আছে ৩ লাখ ৭৩ হাজার। অথচ সরকার বলে দেশের ৩ কোটি লোককে চাকরি দেবে। কী করে তারা এত লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তা বোধগম্য নয়। তিনি এই লুটপাটের বিরুদ্ধে লড়াই করে নেতা-কর্মীদের সামনের দিকে চলার আহ্বান জানান। সভায় রাশেদ খান মেননের সহধর্মিণী লুৎফন্নেছা খান এমপি, ওয়ার্কার্স পার্টির নেতা ও প্রয়াত মাহমুদুল আলম কালুর সহধর্মিণী রোমেনা বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর