রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দীর্ঘায়িত বিচার মানুষের মনে দাগ কাটে না

মনজিল মোরসেদ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘায়িত বিচার মানুষের মনে দাগ কাটে না

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, শিক্ষকতায় নিযুক্ত দুর্বৃত্তরা শিক্ষার্থীদের প্রতি অধিকারের জায়গাটিকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটিতে প্রভাবশালীদের দৌরাত্ম্য থাকায় অপরাধ প্রবণতা বেড়েছে। ধর্ষণ এবং হত্যার ঘটনার বিচার দ্রুত শেষ করতে হবে। বিচার দীর্ঘায়িত হলে মানুষের মনে এর প্রভাব দাগ কাটে না। তিনি আরও বলেন, সম্প্রতি মাদ্রাসা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থী ধর্ষণ এবং হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তারা ধর্মীয় অনুশাসন চর্চা করেন, শিক্ষা দেন অথচ সেখানেই এই অবস্থা। যে শিক্ষকের মানসিকতা এত কদাকার তাহলে তিনি যেসব শিক্ষা দিয়েছেন তা সমাজে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন চিন্তার বিষয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে প্রভাবশালীদের বাদ দিয়ে সমাজের শিক্ষিত, গণ্যমান্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, এ ধরনের অপরাধ রুখতে সবাইকেই এগিয়ে আসতে হবে। অভিভাবকদের শিশুদের সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে। সারাদিন সে কী করছে, কোথায় গেছে এসব গল্পের ছলে শুনতে হবে। বাবা-মাকে যে কোনো বিষয় খুলে বলতে শিশু যেন ভয় না পায়। এসব অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা তৈরি করা যাবে না। নয়তো অপরাধীদের শাস্তির প্রতি ভীতি তৈরি হবে না।

সর্বশেষ খবর