শিরোনাম
রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অপরাধীরা প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায়

এলিনা খান

নিজস্ব প্রতিবেদক

অপরাধীরা প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায়

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান প্রতিদিনকে বলেন, শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা, নৈতিকতা, মূল্যবোধের পরিবর্তে রাজনৈতিক পদ-পদবি বিবেচনায় নেওয়া হয়। এ শিক্ষকরা নিজেদের অপকর্ম ঢাকতে পাশে পায় ক্ষমতাকে। প্রভাবশালীদের ছাত্রচ্ছায়ায় থেকে যৌন হয়রানি, খুন, ধর্ষণের মতো অপকর্মে নিয়োজিত হয় শিক্ষক নামধারী নরপশুরা। তিনি আরও বলেন, আমাদের দেশে ধর্ষণের জন্য কঠিন শাস্তির বিধান আছে। কিন্তু অপরাধী অর্থের বিনিময়ে সাক্ষ্য-প্রমাণ লোপাট করছে। ঘটনার শিকার মেয়েটি এবং তার পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। চেষ্টা চলছে সমাজে হেয়প্রতিপন্ন করতে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় আটকে যাচ্ছে এসব অত্যাচার। এ অপরাধ রুখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে নজরদারি বাড়াতে হবে স্কুল, কলেজ, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠনের ক্ষেত্রে। অন্যায়কারী যতোই প্রভাবশালী হোক না কেন তাকে বিচারের আওতায় এনে শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর