রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভেজালকারীরা মানুষকে তিলে তিলে মারছে

নিজস্ব প্রতিবেদক

ভেজালকারীরা মানুষকে তিলে তিলে মারছে

সৈয়দ আবুল মকসুদ

গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, যারা খাদ্যে বিষ প্রয়োগ করে লাখ লাখ মানুষকে তিলে তিলে মারছে, আবার যারা নকল ওষুধ প্রস্তুত করে পয়জনিংয়ের মাধ্যমে ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তারা উভয়ই হত্যাকারী।

গতকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে খাদ্যে ভেজাল ও নকল ঔষধ প্রস্তুতকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চ্যারিটি মানব কল্যাণ সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সৈয়দ আবুল মকসুদ বলেন, আজকে সমাজের খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারীর সঙ্গে যারা জড়িত তারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত। তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান করতে হবে। এ ব্যাপারে সরকারকে আরও কঠোর হতে হবে। অন্যথায় এই ধরনের অপরাধ থেকে জাতির মুক্তি অসম্ভব হয়ে পড়ছে। কারণ খাদ্যে ভেজাল ও নকল ওষুধ প্রস্তুতকারী নিজের ব্যক্তিগত মুনাফা লাভের আশায় আজ পুরো মানবজাতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। শুধু খাদ্যে ভেজালের কারণে দেশে প্রতি বছর প্রায় ৩ লাখ লোক ক্যান্সারে, ডায়াবেটিসে  দেড় লাখ, কিডনি রোগে ২ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। এছাড়া গর্ভবতী মায়ের শারীরিক জটিলতাসহ গর্ভজাত বিকলাঙ্গ শিশুর সংখ্যা দেশে প্রায় ১৫ লাখ। কেমিক্যাল মিশ্রিত বা ভেজাল খাদ্যের কারণে পেট ব্যথা, বমি হওয়া, মাথাঘোরা, বদ হজম, শরীরে ঘামের মাত্রা বেড়ে যাওয়া-কমে যাওয়া, এলার্জি, অ্যাজমা, চর্মরোগ, ব্রেইনস্ট্রোক, কিডনি ফেলিউরসহ মানবদেহে নানাবিধ সমস্যা সৃষ্টি হয় বলে মানববন্ধনে জানানো হয়। সংগঠনের সভাপতি এম নূরুদ্দিন খানের সভাপতিতে ¡মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী আকবর এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলামিস্ট বখতিয়ার উদ্দিন চৌধুরী।

সর্বশেষ খবর