শিরোনাম
রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জয় শ্রী রাম এখন মানুষ পেটানোর স্লোগান

কলকাতা প্রতিনিধি

জয় শ্রী রাম এখন মানুষ পেটানোর স্লোগান

দেশজুড়ে মানুষকে প্রহার করার জন্যই ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হচ্ছে বলে মনে করেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার অভিমত, এই স্লোগানের সঙ্গে বাংলার সংস্কৃতির কোনো যোগ নেই। গত শুক্রবার পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ‘স্বাধীনতা-পরবর্তী সময়ে তার স্মৃতিতে কলকাতা’ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে অমর্ত্য সেন বলেন, ‘আমি এরকম প্রাচীন বাঙালি বক্তব্য আগে কখনো শুনিনি। এটা ইদানীংকালে আমদানি। মানুষকে প্রহার করার জন্য এটা বলা হচ্ছে। আমার মনে হয় বাংলার সংস্কৃতির সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।’ ‘রাম নবমী’ উদযাপন নিয়েও বাড়াবাড়ি করা হচ্ছে বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুনছি যে, কলকাতায় নাকি খুব রাম নবমী হচ্ছে। এ সম্পর্কেও আগে কখনো শুনিনি। আমি আমার চার বছরের নাতনির কাছে জানতে চেয়েছিলাম, তোমার প্রিয় দেবতা কে? সে বলল মা দুর্গা। মা দুর্গা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মা দুর্গার গুরুত্বের সঙ্গে রাম নবমীর কোনো তুলনা চলে না।’ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষ যদি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে ভয় পায় বা ভয়ের পরিবেশের মধ্যে বাস করতে হয়, তবে সেটা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন অমর্ত্য সেন। নোবেলজয়ী অর্থনীতিবিদের ওই মন্তব্যের পরই গতকাল তাকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষ। এদিন সকালে কলকাতায় একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘোষ বলেন, ‘অমর্ত্য সেন কী করে জানবেন ভারতে কী চলছে? উনি বিদেশে থাকছেন, ওখানেই থাকুন। এখানকার মানুষের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। কোনো দায়-দায়িত্ব নেই। এসে জ্ঞান দিয়ে চলে গেলে কিছু যায় আসে না। যাদের ওপরে ভরসা করেছেন তারা কোথায় আছেন? নিশ্চিহ্ন হয়ে গেছেন।’ সাম্প্রতিককালে রাজ্যের সবচেয়ে আলোচিত বিষয় হলো ‘জয় শ্রী রাম’ স্লোগান। বিজেপির দেওয়া এই স্লোগানকে কেন্দ্র করে পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেজাজ হারানোর কথা কারোরই অজানা নয়। আর মমতা যত রুষ্ট হয়েছেন ততই ঝাঁঝ বেড়েছে ‘জয় শ্রী রাম’ স্লোগানের। যদিও মমতা ফেসবুকে বলেছেন, এই স্লোগানে তার কোনো আপত্তি নেই, তবে ধর্ম ও রাজনীতিকে মিশিয়ে যেভাবে অশান্তি পাকাচ্ছে তা নিয়ে তার আপত্তি রয়েছে।

 বিজেপির এই স্লোগানের পাল্টা হিসেবে দলীয় কর্মীদের ‘জয় বাংলা’ ও ‘জয় হিন্দ’ স্লোগান দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। তার সেই নির্দেশ মেনে দলের ছোট-বড় নেতা থেকে শুরু করে দলীয় কর্মী-সমর্থকরা সেই স্লোগান দিচ্ছেন। আবার সেই ‘জয় বাংলা’ স্লোগান নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল-অনেকেরই অভিযোগ প্রতিবেশী বাংলাদেশ থেকে ধার করা হয়েছে এই স্লোগান। অতএব ধ্বনি-পাল্টা ধ্বনিতে এ মুহূর্তে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি।

সর্বশেষ খবর