সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শুধু মুনাফা করলে বিলুপ্ত হবে পৃথিবী

নিজস্ব প্রতিবেদক

শুধু মুনাফা করলে বিলুপ্ত হবে পৃথিবী

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস রাশিয়ায় এক অনুষ্ঠানে বলেছেন, বর্তমানে যেসব শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, তারা যদি সমাজের কল্যাণের কথা না ভেবে শুধু মুনাফার খোঁজে থাকে তাহলে পৃথিবী শিগগিরই বিলুপ্তির মুখে পড়বে। মানব জাতিকে রক্ষা করতে হলে এই প্রক্রিয়া এখনই বন্ধ করা প্রয়োজন। প্রফেসর ইউনূস আরও বলেন, সময় দ্রুত শেষ হয়ে আসছে; আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে দেশটির শীর্ষস্থানীয় শিল্পপতিদের উদ্দেশে বক্তৃতায় এসব মন্তব্য করেন প্রফেসর ইউনূস। রাশিয়ান ইউনিয়ন অব ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড অ্যান্ট্রাপিনিয়র্স এই অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ২৮তম ইন্টারন্যাশনাল ফাইন্যানসিয়াল কনফারেন্সে ভাষণ  দেওয়ার জন্য নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এ পরিপ্রেক্ষিতে মাইক্রোফাইন্যান্স অ্যাসোসিয়েশন অব রাশিয়া এবং আওয়ার ফিউচার ফাউন্ডেশন প্রফেসর ইউনূসের সেইন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে একটি বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির কেন্দ্রে ছিল আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস উদযাপন। বাংলাদেশে ইউনূস  সেন্টারের পদাঙ্ক অনুসরণ করে রাশিয়ায়ও প্রতি বছর ২৮ জুন আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস পালিত হয়ে থাকে। সেখানে দিবসটি ২০১৩ সাল থেকে জাতীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। এ বছরও এই দিবস উপলক্ষে সমাজের জরুরি সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কাজ করতে বিশেষভাবে আগ্রহী এমন সামাজিক উদ্যোক্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠান ও অন্য অংশীজনরা সমবেত হন। এ বছরের সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রফেসর ইউনূসের গ্রন্থ ‘অ্যা ওয়ার্ল্ড অব থ্রি জিরোসের রাশিয়ান সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন। এ ছাড়া রাশিয়ার ফাইন্যানসিয়াল ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর মিখাইল এসকিনদারভ প্রতিষ্ঠানটিতে ‘ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।

সর্বশেষ খবর