মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় ইমিগ্রেশন হচ্ছে ৬৪ হাজার হজযাত্রীর

মক্কা পৌঁছেছেন ২২ হাজার জন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত পাঁচ দিনে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে প্রায় ২২ হাজার হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এই প্রথম ঢাকায় শাহজালাল বিমান বন্দরে সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হওয়ায় হজযাত্রীরা হয়রানি ও দুর্ভোগ ছাড়াই সরাসরি বিমানে উঠে জেদ্দার ইমিগ্রেশন এড়িয়ে বাসস্থানে চলে যেতে পারছেন। গতকাল সকাল পর্যন্ত ৪ হাজার ২২ জন হজযাত্রী শাহজালাল বিমানবন্দর থেকেই সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন করে গেছেন। মক্কা হজ অফিস জানায়, এ বছর ১৪৯টি ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে ১১৯টি ফ্লাইটের প্রায় ৬৫ হাজার হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হবে। শাহজালাল বিমানবন্দরে ৪ জুলাই সকালে হজফ্লাইট শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে ঢাকায় হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন পুরোদমে শুরু হয় সেদিন রাতে। রাত ১টায় বিমানের বিজি-৩০০৩ ফ্লাইটের ৪১৯ জন হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম ঢাকায় সম্পন্ন করা হয়। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এদিকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের পরিবর্তে ঢাকায় ইমিগ্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গত রবিবার। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সৌদি ইমিগ্রেশন ও হজ কর্মকর্তাদের উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ৭-৮ ঘণ্টা অপেক্ষা করার বিড়ম্বনা লাঘব সম্ভব হবে বলে জানান সৌদি আরবের পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সোলাইমান বিন আবদুল আজিজ। ঢাকার শাহজালাল বিমানবন্দরে সৌদি ইমিগ্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশকে আমরা নতুন এ সুবিধা দিয়েছি। এখানে ইমিগ্রেশন সম্পন্নকারীরা বিমান থেকে নেমে সরাসরি বাসে কিংবা তাদের আবাসস্থলে চলে যেতে পারেবেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলা হয়, ঢাকায় সৌদি ইমিগ্রেশনে যারা কাজ করছেন তারা বাংলাদেশি। ফলে, হজযাত্রীরা ভাষাগত সুবিধা পাবেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইমিগ্রেশনের কাজ শেষ করে তারা বিমানে উঠতে পারবেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আগামী বছর থেকে আমরা সব হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকা থেকে করানোর প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করেছি। হজ অফিস জানায়, প্রায় ১ লাখ ২৭ হাজার হজযাত্রীর মধ্যে রবিবার রাত পর্যন্ত ব্যবস্থাপনা ভিসাসহ মোট সৌদি ভিসা ইস্যু করা হয়েছে ৫০ হাজার ৩৩৯টি। প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ১১টি ফ্লাইটে করে হজযাত্রীরা মক্কা যাচ্ছেন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট আগামী ৫ আগস্ট। প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

সর্বশেষ খবর