মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে

দিনাজপুর প্রতিনিধি

নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে

দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সব নাগরিকের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। এ জন্য তথ্য অধিকার আইন-২০০৯টি সবাইকে জানতে এবং জানাতে হবে। সবাইকে সচেতন হতে হবে। এই তথ্য প্রাপ্তিকে আন্দোলনে পরিণত করতে হবে। গতকাল দিনাজপুরের চিরিরবন্দরে তথ্যমেলা ও অলিম্পিয়াড উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই তথ্য অধিকার আইনটি একটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

দিনাজপুরের চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ তথ্যমেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের স্টল পরিদর্শন করেন বদিউল আলম মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী।

সর্বশেষ খবর