বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় বান কি মুন নেদারল্যান্ডসের রানীসহ তিন ভিভিআইপি

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় বান কি মুন নেদারল্যান্ডসের রানীসহ তিন ভিভিআইপি

তিন দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সভাপতি বান কি মুন। মঙ্গলবার বিকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। দুই দিনব্যাপী ঢাকা মিটিং অন গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দেবেন তিনি। সফরে বান কি মুনের সঙ্গে তার স্ত্রী উ সুন তায়েকও এসেছেন। এর আগে ২০১১ সালে জলবায়ুবিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল ঢাকা মিটিং অন কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) বৈঠকে যোগ দেবেন। এ বৈঠকে অংশ  নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন বান কি মুন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। ঢাকা মিটিং অন গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই সোমবার দিবাগত রাতে ঢাকা এসে পৌঁছান আরেক ভিভিআইপি অতিথি। তিনি হলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দীপরাষ্ট্র রিপাবলিকান মার্শাল আইল্যান্ডের রাষ্ট্রপতি ড. হিলদা ক্যাথি হেইন। তিনি ক্লাইমেট ভালনেরাবল ফোরামের প্রধান  হিসেবে বৈঠকে অংশ নিচ্ছেন। এ ছাড়া বৈঠক উপলক্ষে জলবায়ু পরিবর্তনবিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ আরও বেশ কজন বিদেশি প্রতিনিধি ঢাকায় এসেছেন।  নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতিও গতকাল বিকালে ঢাকা সফরে এসেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্টবিষয়ক  স্পেশাল অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন ডাচ রানী ম্যাক্সিমা। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। চার দিনের সফরে তিনি বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি পরিদর্শন করবেন নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়ন পরিষদ কার্যালয়, গাজীপুরের টঙ্গী দত্তপাড়ার ঝর্ণা ফেব্রিকস, রাজধানীর বনশ্রী এলাকার কুমিল্লা জেনারেল স্টোর ও কলাবাগানের একটি শপ। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হবে  নেদারল্যান্ডস রানীর। বৃহস্পতিবার তিনি সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে। সফরে ডাচ রানীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাক্ষাতের সূচি রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গেও বিশেষ বৈঠক হবে রানী ম্যাক্সিমার। শুক্রবার তিনি ঢাকা ত্যাগ করবেন। শনিবার তিন দিনের সফরে ঢাকা আসার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়ুনের।

সর্বশেষ খবর