বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা
শেষ কোথায় সামাজিক অপরাধের

‘খাটের নিচ থেকে লাশ নিয়ে দাফন কইরো’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে শারমিন আক্তার হত্যা মামলার আসামি আমির হোসেনকে গ্রেফতার করেছে  পুলিশ। যৌতুকের জন্যই রাজধানীর মোহাম্মদপুরে শারমিন আক্তারকে হত্যা করেছিলেন তার স্বামী আমির হোসেন। হত্যার পর শাশুড়িকে ফোন করে মেয়ের লাশ নিয়ে যেতে বলেন তিনি। গত সোমবার বিকালে চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। গতকাল  ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের উপমহাপরিদর্শক (ডিআইজি)  বনজ কুমার মজুমদার। তিনি বলেন, ১ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের পাশে সাদেক খান রোডে একটি বাসায় খুন হন শারমিন আক্তার। তার মুখে স্কচটেপ লাগানো ছিল। পায়ের রগ কাটা ছিল এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। স্বামী আমির হোসেনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। ঘটনার পর আমির পালিয়ে যান।  শারমিনকে প্রথমে উদ্ধার করে শ্যামলীতে পঙ্গু হাসপাতালে নিয়ে যান ওই বাড়ির তত্ত্বাবধায়ক। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিনই আমির হোসেনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন শারমিনের বাবা।

 মামলার তদন্ত ভার পায় পিবিআই। ঘটনার পরে আমির চট্টগ্রাম ইপিজেডে একটি বাসায় লুকিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকালে ওই বাসায় অভিযান চালিয়ে আমিরকে গ্রেফতার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

সর্বশেষ খবর