বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বৃষ্টি বাধায় প্রথম সেমিফাইনাল

বৃষ্টি এবার হানা দিল ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে। তবে ‘রিজার্ভ ডে’ থাকায় ম্যাচটি পন্ড  হয়নি। গতকাল খেলা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আজ শুরু হবে আবার। কাল টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করার পর বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ায়নি। আজ আবার বাকি ৩.৫ ওভার ব্যাটিং করবে নিউজিল্যান্ড।

গতকার সকাল থেকেই ম্যানচেস্টারের আকাশ ছিল মেঘে ঢাকা। বৃষ্টির পূর্বাভাসও ছিল। তার পরও টস জিতে কেন যে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন কিউই দলপতি? এমন দিনে উইকেট থেকে শতভাগ সুবিধা আদায় করে নিলেন ভারতের পেসাররা। যশপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ও রস টেলরের হাফ সেঞ্চুরিতে বিপদ থেকে রক্ষা পায় কিউইরা। কিন্তু ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর করতে পারেনি। উইলিয়ামসন ৯৫ বলে করেছেন ৬৭! টেলরের ব্যাট থেকেও এসেছে ৬৭ রান। তবে এখনো অপরাজিত আছেন টেলর। কিন্তু বাকি আছে আর মাত্র ৩.৫ ওভার। এই ২৩ বল থেকে আর কত রানই বা করবে নিউজিল্যান্ড? ভুবনেশ্বর ৮ ওভারে ২৫ রানে নিয়েছেন ১ উইকেট। আরেক পেসার বুমরাহ ৮.১ ওভারে ৩০ রানে নিয়েছেন ১ উইকেট। ওল্ড ট্র্যাফোর্ড হচ্ছে স্পিনারদের স্বর্গ! গ্রুপ পর্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচটি পন্ড হয়েছিল বৃষ্টিতে।

সর্বশেষ খবর