বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করতে হবে

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কমিশনের কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে অফিস ব্যবস্থাপনাসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বলেন, দুদক কর্মকর্তাদের আচার-আচরণ এবং চলন-বলন হবে এমন যাতে তাদের মানুষ সমাজের রোল মডেল মনে করে। তাই এসব বিষয়ে ন্যূনতম শৈথিল্য সহ্য করা হবে না। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে অফিসের নিরাপত্তা, অফিস শৃঙ্খলা ও অফিসিয়াল আচরণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে তিনি এসব কথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, অনুসন্ধান ও তদন্ত একটি জটিল প্রক্রিয়া। এর কোনো কোনো ক্ষেত্রে কঠোর হতে হয়। তারপরও অভিযোগ-সংশ্লিষ্টদের কোনো ধরনের আইনি অধিকার ক্ষুন্ন করা যাবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সবার দায়িত্ব। তাই আন্তরিকতার সঙ্গে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে।

সর্বশেষ খবর