বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

প্রতিবাদ সংসদের ভিতরে-বাইরে

নিজস্ব প্রতিবেদক

প্রতিবাদ সংসদের ভিতরে-বাইরে

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, জাতীয় সংসদের ভিতরে ও বাইরে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাবে গণফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণফোরামের এক প্রতিবাদ সমাবেশে  তিনি একথা জানান। তিনি বলেন, এই অন্যায্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ আমরা সংসদে করব, সংসদের বাইরে করব, রাস্তায় করব, শহরে করব, গ্রামে করব, সর্বত্রই করব। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলেরও আয়োজন করে। বিক্ষোভে নেতা-কর্মীরা দলের পতাকা হাতে অংশ নেয়। বিক্ষোভ মিছিলে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ,  প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোকাব্বির খান এমপি, মহসিন রশিদ, আমসা আমিন, যুগ্ম সম্পাদক মোশতাক হোসেন, আফসারী আমিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, গণফোরাম জনগণের দল। আজকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে আমরা এখানে দাঁড়িয়েছি। আর কেউ না দাঁড়ালেও আমরা দাঁড়াব। যেখানেই আমরা পারি, এক ইঞ্চি জায়গা পেলেও আমরা এই সরকারের বিরোধিতা করব, আমরা এই সরকারের অন্যায়-অবিচার-অত্যাচারের বিরোধিতা করব। তিনি বলেন, এই সরকার নির্বাচিত সরকার নয়। তারা অনির্বাচিত একটি সরকার। সেজন্য তারা গণবিরোধী সব সিদ্ধান্ত নিচ্ছে। গ্যাস এবং বিদ্যুতের দাম যারা বাড়িয়েছে- আমাদের পকেট থেকে, আমরা যারা শোষিত আমাদের পকেট থেকে এই ৮ হাজার কোটি টাকা তারা নিচ্ছে। দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশ সারা পৃথিবীতে এখন ধর্ষকের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

সর্বশেষ খবর