শিরোনাম
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আওয়ামী লীগ কার্যনির্বাহী সভা

শাস্তি, সম্মেলনসহ আসছে ৫ সিদ্ধান্ত

রফিকুল ইসলাম রনি

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে আগামীকাল শুক্রবার। বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দলের ২১তম জাতীয় সম্মেলন, দলের শৃঙ্খলাবিরোধীদের শাস্তি, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা না রাখা, সহযোগী সংগঠনের সম্মেলন, শোকের মাস আগস্টে মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হবে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এমন তথ্য জানিয়েছেন। দলীয় সূত্রমতে, আগামী ১৯ জুলাই চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগস্টের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। লন্ডন যাওয়ার আগে তিনি দলীয় নেতা-কর্মীদের বেশ কিছু দিকনির্দেশনা দেবেন। এজন্য কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপজেলা নির্বাচনে নৌকাবিরোধী এমপি-মন্ত্রী ও দলের নেতাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেবেন তিনি। একই সঙ্গে কারা কারা দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা ডুবিয়েছেন, যেসব এমপি-মন্ত্রী ও নেতা স্থানীয় সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেন তাদের বিরুদ্ধে করণীয় কী সে বিষয়ে জানিয়ে দেবেন কেন্দ্রীয় নেতাদের। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দলের শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপজেলা নির্বাচনে নৌকাবিরোধী এমপি-মন্ত্রী-নেতাদের বিরুদ্ধে করণীয় কী সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে দলীয় সভানেত্রী খুব সিরিয়াস। এ ছাড়া বৈঠকে কেন্দ্রীয় সম্মেলন, আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হবে।’ নেতারা বলছেন, আগামী ২৪ অক্টোবর আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ইতোপূর্বে যথাসময়েই সম্মেলন করার পক্ষে মত দেন সভানেত্রী। কালকের বৈঠকে কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি কমিটি, গঠনতন্ত্র সংশোধন কমিটিসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন দলীয় প্রধান। দলীয় সূত্র জানায়, দলীয় প্রতীকে স্থানীয় সরকার ভোট করতে গিয়ে নানামুখী সংকট সৃষ্টি হচ্ছে। দলের প্রার্থী নিয়ে স্থানীয় নেতাদের টানাপড়েনের কারণে নিজ দলের নেতা-কর্মীই দলীয় প্রতীকের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে আওয়ামী লীগের হাইকমান্ড। এর আগেও দুটি কার্যনির্বাহী সংসদের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। কালকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে দলের দুজন সম্পাদকম লীর সদস্য জানিয়েছেন। জানা গেছে, আওয়ামী লীগের ৬টি সহযোগী ও ২টি ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগের মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন বছর আগে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই এসব সহযোগী সংগঠনের সম্মেলন করার পক্ষে কেন্দ্রীয় নেতারা। সে কারণে এই সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হতে পারে। মাসব্যাপী কর্মসূচিতে প্রতি বছর ১ আগস্ট কৃষক লীগের রক্তদান কর্মসূচি থাকলেও এবার পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি আয়োজন করা হবে।

সর্বশেষ খবর