বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আইনজীবী বললেন, দুষ্ট ছিল আপনার মেয়ে

আদালতে অজ্ঞান নুসরাতের মা

ফেনী প্রতিনিধি

আদালতে অজ্ঞান নুসরাতের মা

আদালতে আসামিপক্ষের আইনজীবীদের জেরার মুখে জ্ঞান হারিয়ে ফেলেন নুসরাতের মা শিরিন আক্তার। পরে তাকে আইনজীবী ও তার স্বজনরা ফেনীর হার্ট ফাউন্ডেশনে এনে ভর্তি করান।

আদালতে বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, আসামিপক্ষের আইনজীবীরা নুসরাতের মা শিরিন আক্তারকে বলেন, আপনার মেয়ে দুষ্ট ছিল। মাদ্রাসায় এসে আড্ডা মারত। প্রেম করত। সে ক্লাস করত না। সেজন্য সিরাজ-উদ-দৌলা তাকে রুমে ডেকে এনেছিলেন শাসন করার জন্য। এ ধরনের বিভিন্ন খারাপ খারাপ মন্তব্য করার একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। নুসরাতের মা তার সাক্ষ্যে বলেন, অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা নুসরাতকে প্রথম বর্ষে থাকা অবস্থা থেকে ডিস্টার্ব করতেন। নুসরাত বাড়িতে এসে তাকে সব বলতেন। ২৬ এপ্রিল নুসরাতের শ্লীলতাহানি করার পরদিন তিনি অধ্যক্ষের রুমে এসে তাকে গালিগালাজ করেছেন এবং বেত দিয়ে তাকে কয়েকটি বাড়িও দিয়েছেন। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গতকাল দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠানের কথা ছিল। নুসরাতের মা শিরিন আক্তারের সাক্ষ্য ও জেরা প্রদানে আদালতের কার্যদিবস শেষ হয়ে যায়। পরে বিচারক আদালত আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। আজ সাক্ষ্য দেবেন সোনগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আবুল খায়ের। সাক্ষ্যের পর তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন।

সর্বশেষ খবর