বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এরশাদের অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

এরশাদের অবস্থা অপরিবর্তিত

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অবস্থার অবনতি হলেও কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। সার্বিকভাবে সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অপরিবর্তিত। এইচ এম এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে গতকাল দুপুরে পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোটভাই জি এম কাদের চিকিৎসকদের বরাতে এ কথা বলেন। তিনি বলেন, এভাবে ৭ থেকে ৮ দিন পল্লীবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকরা। জি এম কাদের আরও বলেন, পল্লীবন্ধুকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ডাকা হলে তিনি চোখ মেলার চেষ্টা করেছেন। তিনি বলেন, রক্তচাপ এবং অক্সিজেন গ্রহণ স্বাভাবিক আছে, ফুসফুসের সংক্রমণ কমেছে। কিন্তু কিডনি পুরোপুরি কাজ না করায় ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। জি এম কাদের জানান, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া ঝুঁকিপূর্ণ মনে করেছেন। এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা বোর্ড গঠন করে এবং বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। এ সময় সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, আলমগীর সিকদার লোটন, শফিকুল ইসলাম শফিক, হাসিবুল ইসলাম জয়, ইসাহাক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর