বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বেশির ভাগ নিম্ন আয়ের মানুষ। বাংলাদেশে জলবায়ু তহবিলের বিকল্প নেই। এখানে আরও বেশি তহবিল দরকার। তার মতে- জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশসমূহের অঙ্গীকারের তুলনায় বাংলাদেশসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশে জলবায়ু অর্থ প্রবাহ এখনো পর্যন্ত খুবই নগণ্য। গতকাল ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও বক্তব্য দেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম জাকির হোসাইন খান। এতে টিআইবি’র ফেলোশিপের আওতায় ‘জলবায়ু ও উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন করেন এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্ট (এসিডি)-এর পরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক ও সংস্থাটির ফেলো ইসতিয়াক বারি। ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের প্রাক্কলন অনুযায়ী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর যেখানে ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, সেখানে এখন পর্যন্ত গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে মাত্র ১১৩ মিলিয়ন ডলারের বরাদ্দ পাওয়া গেছে। যার বাস্তবায়নকারী প্রধান কর্তৃত্বও বিদেশি সংস্থার হাতে। আন্তর্জাতিক সূত্রে প্রাপ্য অর্থের প্রবাহ অদূর ভবিষ্যতে খুব বেশি বাড়বে এমন আশা করাও বিভিন্ন কারণে দুরূহ। এই পরিপ্রেক্ষিতে জাতীয় সূত্রে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষতি মোকাবিলায় প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন- তা বিসিসিটিএফ-এর মাধ্যমেই হোক, সনাতন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই হোক- অপরিহার্য ও সর্বোচ্চ প্রাধান্যের যোগ্য। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে এসিডি পরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে বাস্তবায়িত বা বাস্তবায়নরত প্রকল্পগুলোর সমন্বয়, পর্যবেক্ষণ ও বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতার অভাব রয়েছে। প্রতিবেদনটিতে জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রসঙ্গে বলা হয়- গবেষণায় অংশগ্রহণকারীর অধিকাংশ মনে করেন, উন্নয়ন প্রকল্পের তুলনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে বাস্তবায়িত বা বাস্তবায়নরত প্রকল্পগুলো আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছ হলেও সম্পাদিত কাজের মান গ্রহণযোগ্য নয়। এই পরস্পর সাংঘর্ষিক মতামতের দুটো কারণ হতে পারে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে বাস্তবায়িত বা বাস্তবায়নরত প্রকল্পগুলোর সমন্বয়, পর্যবেক্ষণ ও বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতার অভাব রয়েছে।

সর্বশেষ খবর