রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ডিসি সম্মেলন শুরু আজ

আলোচনায় উঠছে যেসব প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসক সম্মেলন-২০১৯ শুরু হচ্ছে আজ। সকাল ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন। এবারই প্রথম পাঁচ দিনব্যাপী ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে তিন দিনে সম্মেলন শেষ হতো।

এবারের সম্মেলনে মোট ২৪টি কার্য-অধিবেশনে ৩৩৩টি প্রস্তাবের ওপর আলোচনা হবে। আজ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুক্ত আলোচনায় অংশ নেবেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা। এরপর বিকাল থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হবে বিভিন্ন অধিবেশন। সম্মেলনে মোট ২৯টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৪টি কার্য-অধিবেশন হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে। যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা ডিসিদের কথা শুনবেন এবং দিকনির্দেশনা দেবেন। এসব অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ৫৪টি মন্ত্রণালয়-বিভাগ অংশ নেবে। এবারের সম্মেলনে আলোচনার জন্য ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ৩৩৩টি প্রস্তাব পাওয়া গেছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯টি প্রস্তাব হচ্ছে স্থানীয় সরকার বিভাগ সংক্রান্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত ২৬টি এবং ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রস্তাব পাওয়া গেছে ২০টি। এ ছাড়া ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা; ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবারের ডিসি সম্মেলনে। আগামী ১৮ জুলাই এই সম্মেলন শেষ হবে।

সর্বশেষ খবর