সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকারসহ বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ দেশের রাজনৈতিক-সামাজিক-পেশাজীবী সংগঠনের নেতারা। তাঁরা গতকাল গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক শোক বাণীতে এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোকবার্তায় এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে হুসেইন মুহম্মদ এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন সংসদ নেতা। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা  চৌধুরী (বি. চৌধুরী) এক শোকবার্তায় বলেন, উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতায় বর্ণিল জীবনের অধিকারী হুসেইন মুহম্মদ এরশাদ ইতিহাসের পাতায় অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন। এরশাদের মৃত্যুতে পৃথক পৃথক শোকবাণীতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। শোক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়াও শোক জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। শোক জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ময়মনসিংহ সিটির মেয়র ইকরামুল হক টিটু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কো- চেয়ারম্যান ও মুখপাত্র লায়ন এমএ আউয়াল, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির মুফতি রুহুল আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নোয়াখালী জেলা জাপার সভাপতি হাসান মঞ্জুর, বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি ও মহাসচিব জাহাঙ্গীর হোসেন। এ ছাড়াও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ শোক জানিয়েছেন। শোক বই : এদিকে যেখানে বসে দলের কার্যক্রম চালাতেন এইচ এম এরশাদ, বনানীর সেই কার্যালয়ে তার জন্য খোলা হয়েছে শোক বই। গতকাল সকালে সিএমএইচে এরশাদের মৃত্যুর পরপরই বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় শোক বই খোলা হয়েছে। সেখানে দলীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও পেশাজীবীরা শোক বইয়ে শোক বাণী লিখছেন।

সর্বশেষ খবর