সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আলোচনায় ছিলেন সাকিবও

ক্রীড়া প্রতিবেদক

আলোচনায় ছিলেন সাকিবও

ক্রিকেট বিশ্বের নতুন চ্যাম্পিয়ন হতে গতকাল লড়াই করেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংলিশরা। তবে বিশ্বকাপের সবচেয়ে দামি ক্রিকেটার বা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে হবেন এ নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। কেননা লিগ পর্ব থেকে বাংলাদেশ বিদায় নিলেও ব্যাটে-বলে সমান দক্ষতার কারণে সেরা খেলোয়াড়ের তালিকায় নাম ছিল সাকিব আল হাসানেরও। গতকাল ফাইনাল শেষে যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল তখন সাকিবের নাম ঘোষণা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের আশা আর পূরণ হলো না। আলোচনায় থেকেও সাকিব আল হাসান নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ফাইনাল খেলাসহ উইলিয়ামসনের রান ৫৭৮। সেঞ্চুরি ২টি ও হাফসেঞ্চুরি ৩টি। দলকে যোগ্য নেতৃত্বে ফাইনালে তোলার কারণে উইলিয়ামসনকে বিশ্বকাপে সেরা পুরস্কার দেওয়া হয়।

সর্বশেষ খবর