মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ক্রিকেটারদের নিজস্ব পরিকল্পনা থাকতে হবে

আসিফ ইকবাল

ক্রিকেটারদের নিজস্ব পরিকল্পনা থাকতে হবে

আকরাম খান

ক্রিকেট ক্যারিয়ারে বহু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখেছেন। রোমাঞ্চ ছড়ানো বহু ম্যাচ খেলেছেন। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড যে রোমাঞ্চিত ক্রিকেট খেলেছে, তাকে নিজের দেখা সেরা ম্যাচ বলতে সময় ক্ষেপণ করেননি আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট যার হাত ধরে আজকের এই অবস্থানে, সেই আকরাম এখন বিসিবির পরিচালক। দেশের ক্রিকেট উন্নয়নের অন্যতম রূপকার। বিশ্বকাপে প্রিয় টাইগারদের খেলা দেখে সন্তুষ্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে সমাপ্তিটা আরও ভালো হতে পারত বলে বিশ্বাস বিসিবি পরিচালকের। দেশের ক্রিকেট উন্নয়ন প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে আকরাম খান বলেছেন, ‘ক্রিকেটের উন্নয়নের জন্য শুধু বিসিবি নয়, ক্রিকেটারদেরও ব্যক্তিগত পরিকল্পনা থাকা জরুরি।’ টাইগাররা বিশ্বকাপে অংশ নেন সেমিফাইনালের টার্গেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিশ্বাস্য জয়ে স্বপ্নটা আকাশ ছুঁয়েছিল। শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের কাছে হারের শোক নিয়ে দেশে ফিরেছেন মাশরাফিরা। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও পাকিস্তানের বিপক্ষে হারে অসন্তুষ্ট, ‘বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। অবশ্য পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ আমার ভালো লাগেনি। ওই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই আমরা ছিলাম পুরোপুরি ব্যর্থ।’ বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স বলছে দেশের ক্রিকেট এখন উন্নয়নের পথে হাঁটছে। উন্নয়নের জন্য ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সহযোগিতাও জরুরি বলেন সাবেক অধিনায়ক, ‘দেশের ক্রিকেট উন্নয়নের জন্য বিসিবি সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। শুধু বিসিবির সহযোগিতাতেই উন্নয়ন অসম্ভব। ক্রিকেটারদেরও এগিয়ে আসতে হবে। দেশের ক্রিকেটের উন্নতিতে তাদের ব্যক্তিগত পরিকল্পনা জরুরি। বিশ্বকাপে সাকিব আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন শুধু ব্যক্তিগত পরিকল্পনা থাকায়।’ বিসিবির শর্তগুলো পূরণ হয়নি। তাই ভালো মানুষ হওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের আগে টাইগারদের কোচ থেকে সরে দাঁড়াতে হয়েছে স্টিভ রোডসকে। ইংলিশ বংশোদ্ভূত কোচের তত্ত্বাবধানে এশিয়া কাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ছাড়াও ঘর ও বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। সফল রোডসকে সরিয়ে দেওয়ার ব্যাখ্যায় আকরাম বলেন, ‘দুই পক্ষের সমঝোতায় কোচের পদ ছেড়েছেন রোডস। তিনি একজন ভালো মানুষ। কিন্তু ক্রিকেট বোর্ডের কিছু কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন।’ রোডসকে ছাড়া টাইগাররা এখন অভিভাবকশূন্য। দ্রুত তাদের নতুন কোচ নিয়োগ দিতে মরিয়া বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, ‘কোচ নিয়োগে আমরা কখনো কার্পণ্য করিনি। এবারও ভালো কোচ নিয়োগে অর্থ বাধা হবে না। খুব দ্রুত কোচের নিয়োগ দেব আমরা।’ আগামী সপ্তাহে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের হেড কোচ হয়ে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন।

সর্বশেষ খবর