শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অবিশ্বাস্য এক ফাইনাল

অবিশ্বাস্য এক ফাইনাল

উৎসবের মঞ্চটা যেন তৈরি করেই রেখেছিল ইংল্যান্ড। ফাইনালে ওঠার পর থেকেই পুরো জাতি ছিল সেলিব্রেশনের মুডে। তারপর অবিশ্বাস্য ম্যাচে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হওয়ায় ইংলিশদের আনন্দটা আরও বাঁধভাঙা হয়ে গেছে। প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ে পুরো যুক্তরাজ্যেই চলছে আনন্দের বন্যা। গতকাল রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কোয়ার, অক্সফোর্ড স্ট্রিট, এজোয়ার রোডে দেখা যায় হাজারো সমর্থক উল্লাস করছে। পুরো জাতি যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে। ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর যুক্তরাজ্যবাসী যতটা উল্লসিত হয়েছিল তার চেয়েও যেন ক্রিকেট নিয়ে এবারের উন্মাদনা অনেক বেশি। ইংল্যান্ড এর আগেও তিনবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছিল। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। চতুর্থবার এসে শিরোপা জেতায় ইংলিশদের আনন্দটা যেন একটু বেশি। তাছাড়া ফাইনাল ম্যাচটিও ছিল মহানাটকীয়! পরতে পরতে ছিল রোমাঞ্চ। প্রতি মুহূর্তে ম্যাচের রং পাল্টেছে। কখনো ম্যাচটি নিউজিল্যান্ডের দিকে ঝুঁকেছে, আবার কখনো ইংল্যান্ডের দিকে। আর শেষ হয়েছে মহানাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে। ৫০ ওভারে দুই দলের স্কোরই ২৪১ করে। ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভার। সেখানেও টাই। দুই দলই ১৫ রান করে নেয়। শেষ পর্যন্ত শিরোপা নির্ধারিত হয় গাণিতিক হিসেবে। যাদের বাউন্ডারি বেশি তাড়াই শিরোপা জিতেছে। এর আগে কখনো আর এমন অবিশ্বাস্য ফাইনাল হয়নি। এমনকি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও কখনো এমন ম্যাচ আর হয়নি। সত্যিই এ যেন এক জাদুর ফাইনাল। তবে এমন ম্যাচে শিরোপা জয়ে যেমন আনন্দে ভাসছে গোটা ইংল্যান্ড তেমনি বিষাদে আচ্ছন্ন নিউজিল্যান্ড। যদিও এমন পরাজয়ে কোনো গ্লানি নেই তাদের। তবে আছে ভীষণ কষ্ট! নিউজিল্যান্ডের অধিনায়ক হারের পর বলেন, ‘বাউন্ডারির নিয়ম কি আমি জানি না! তবে এই নিয়মটা ক্রিকেটে অনেক আগে থেকেই আছে। তবে দুই দলই জয়ের জন্য ভীষণ পরিশ্রম করেছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইংল্যান্ডকে স্বীকৃতি দিতেই হবে।’ ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের কাছে তো শিরোপা অবিশ্বাস্য লাগছে! তিনি বলেন, ‘আমি আসলে বিশ্বাসই করতে পারছি না যে, আমরা শিরোপা জিতেছি। আমার বিশ্বাসই হচ্ছে না, এই দলটাকে আমি নেতৃত্ব দিয়েছি। আমি পেরেছি। এমন একটি ফাইনালের মধ্য দিয়ে শিরোপা জিতেছি। এটা ভাবতেই স্বপ্নের মতো মনে হচ্ছে।’ ক্রিকেটের জন্ম এই ইংল্যান্ডেই। কিন্তু জন্মদাতারা বিশ্বকাপ জিততে পারেনি এর আগে। বার বার ফাইনাল পর্যন্ত গিয়ে তারা আটকে গেছে। তাই ক্রিকেটেরই যেন দায় হয়ে গিয়েছিল ইংল্যান্ডকে শিরোপা দিতে। অবশেষে সেটি করলও ক্রিকেট। আর সেটি এমন এক ঘটনার মধ্য দিয়ে হলো যা গোটা বিশ্বকে আলোড়িত করল। সেরা ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর